শিরোনাম
শুক্র. ডিসে ৫, ২০২৫

এবছর সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন ইয়ুন উলাভ ফসসে

  • নোবেলজয়ী ইয়ুন ফসসের লেখা পড়েননি ৯৩ শতাংশ নেটিজেন

সাহিত্য ডেস্ক: ২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন নরওয়েজিয়ান সাহিত্যিক ও নাট্যকার ইয়ুন উলাভ ফসসে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৫টায় নোবেল কমিটি সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করেন। নাটক ও গদ্যে অনন্য ভূমিকা রাখায় তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়।

বিবৃতিতে বলা হয়, ২০২৩ সালের সাহিত্যে নোবেল পুরস্কার নরওয়েজিয়ান লেখক ইয়ুন উলাভ ফসসে দেওয়া হয়েছে। তার উদ্ভাবনী নাটক এবং গদ্য অকথ্য বিষয়কে ফুটিয়ে তুলেছে।

নোবেলজয়ী ইয়ুন ফসসের লেখা পড়েননি ৯৩ শতাংশ নেটিজেন

সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিস একাডেমি কর্তৃক সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণার কয়েকঘণ্টা পর ফেসবুকে নোবেল পুরস্কারের অফিসাল পেজে ইয়ুন উলাভ ফসসেকে নিয়ে একটি পোল ক্রিয়েট করা হয়। তাতে নেটিজেনদের প্রশ্ন করা হয়, ইয়ুন উলাভ ফসসের লেখা তারা পড়েছেন কিনা।

সেই পোস্টটিতে দুই ঘণ্টায় ভোট পড়ে প্রায় ২৯০০টি। এর মধ্যে ৯৩ শতাংশ নেটিজেন জানান, তারা এই নাট্যকারের লেখা পড়েননি। আর ৭ শতাংশ জানান তারা ইয়ুন উলাভ ফসসের লেখা পড়েছেন, যা সংখ্যায় মাত্র ২১৫ জন।

নোবেল কমিটি বলেছে, বিশ্বের জনপ্রিয় নাট্যকারদের একজন ইয়ুন উলাভ ফসসে। তিনি নাটক ছাড়াও উপন্যাস, প্রবন্ধ, কবিতা এবং শিশু সাহিত্য রচনা করেছেন। অবদান রেখেছেন অনুবাদেও।

উল্লেখ্য, গত বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন ফরাসি নাগরিক আনি এরনো। লেখায় ‘সাহস এবং তীব্র নির্লিপ্ততার’ সমাবেশ এবং এর সাহায্যে ব্যক্তিগত স্মৃতির শিকড় থেকে জীবনবোধের বিচ্ছিন্নতা, সংযম এবং অন্যান্য বিষয় উন্মোচন করার জন্যই তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *