আসাম নিউজ ডেস্ক: আসামে ভাষা নিয়ে এই সময় এসেও সমস্যার শেষ নেই। বাংলা ভাষা নিয়ে হাজার সমস্যা এই রাজ্যে। বাঙালিদের অধিকার বারবার খর্ব করা চেষ্টা হয়েছে আসামে।
তবে পশ্চিমবঙ্গে খুব সযত্নে অসমিয়া ভাষাকে লালন করা হয়। পশ্চিমবঙ্গে কোলকাতা ব্যারাকপুরের একটি ক্লাবের পুজোতে এবার অসমের “বেজবৰুৱা উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়” স্কুলের আদলে পুজো মণ্ডপ তৈরি করলো স্কুলের নামটিও অসমীয়া ভাষায় লেখা।
অথচ আসামে দুর্গাপুজোতেও ভাষার দ্বন্দ্ব চলেছে! আসামের একটি পুজো মণ্ডপে বাংলা ভাষায় লেখা ব্যানার খুলে দিল বীর লাচিত সেনা নামের একটি সংগঠন। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য শুরু হয়েছে।
এর তীব্র নিন্দা জানিয়েছেন প্রাক্তন সাংসদ তথা তৃণমূল নেত্রী সুস্মিতা দেব।
এইধরনের ঘটনা কাম্য নয় এই সময় এসে। সরকারের উচিৎ দ্রুত পদক্ষেপ গ্রহণ করা।
তৃণমূল নেত্রী সুস্মিতা দেব বলেন, “আসামের কিছু মৌলবাদী সংগঠন আসামের কিছু অংশে পুজো প্যান্ডেলে বাংলা ভাষার ব্যবহার নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি করতে চাইছে। জোর করে ব্যানার সরিয়ে দিয়েছে। এটা বেআইনি ও লজ্জাজনক”।