শিরোনাম
বুধ. জানু ২১, ২০২৬

এবার পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার প্রেক্ষাগৃহে প্রিয়তমা

বিনোদন ডেস্ক: শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘প্রিয়তমা’। গত জুন মাসে বাংলাদেশসহ বিশ্বের বেশ কটি দেশে মুক্তি পায় এটি। জনপ্রিয় এই সিনেমা এবার ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। এসব তথ্য নিশ্চিত করেছেন দ্য অভি কথাচিত্রের কর্ণধার জাহিদ হাসান অভি।

যৌথ নীতিমালার ভিত্তিতে ‘প্রিয়তমা’ সিনেমা ভারতে রপ্তানি করছেন জাহিদ হাসান অভি। তিনি জানান, আগামী ৩ নভেম্বর পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় মুক্তি পাবে ‘প্রিয়তমা’। সেখানে সিনেমাটি পরিবেশনা করছেন সত্যদ্বীপ সাহা নামে এক ব্যক্তি। তিনটি রাজ্যে অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হবে সিনেমাটি।

বাংলাদেশে ‘প্রিয়তমা’ মুক্তি পায় গত ঈদুল আজহায়। এরপর দর্শক চাহিদা বিবেচনা করে যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে মুক্তি দেওয়া হয়। বিদেশেও দারুণ সাড়া ফেলে এটি। গত ২২ আগস্ট ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে সিনেমাটি।

হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমায় শাকিব খানের নায়িকা কলকাতার ইধিকা পাল। এছাড়াও আছেন লুৎফর রহমান জর্জ, শহীদুজ্জামান সেলিম, ডন, শিবা শানু প্রমুখ। এটি প্রযোজনা করেছে ভার্সেটাইল মিডিয়া।

এদিকে শাকিব খান ভারতেই অবস্থান করছেন; সেখানে ‘দরদ’ সিনেমার শুটিং করছেন তিনি। অনন্য মামুন পরিচালিত এ সিনেমায় তার নায়িকা হিসেবে অভিনয় করছেন বলিউডের সোনাল চৌহান। বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলুগু, মালায়লাম ও কন্নড় ভাষায় একযোগে সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *