শিরোনাম
বুধ. জানু ২১, ২০২৬

‘বাংলাপক্ষ’র প্রাদেশিকতাকে তথাগত রায়ের একহাত

পশ্চিমবঙ্গ নিউজ ডেস্ক: বাংলায় থেকে বাঙালিদের বঞ্চনার শিকার হতে হচ্ছে। এই অভিযোগে রাজ্যের বিভিন্ন জায়গায় সরব হয়েছে বাংলাপক্ষ। বারবার হিন্দিভাষীদের বিরুদ্ধেই সরব হয়েছে সংগঠনের কর্মীরা। অভিযোগ পরোক্ষভাবে বাংলাপক্ষ তৃণমূলের পক্ষ নিয়ে বিজেপির সমর্থকদের বিরুদ্ধে সরব হচ্ছে। এবার বাংলা পক্ষকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়।

প্রাদেশিকতায় সুড়সুড়ি দেওয়ার দায়ে ‘বাংলাপক্ষ’-কে একহাত নিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

শনিবার তিনি এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “এই গর্গ কিছুদিন আগেই এক বাংলাদেশি কাঠমোল্লার সঙ্গে নির্লজ্জ আদিখ্যেতা করে ছবি তুলেছিল। এই গুষ্টিটা প্রাণপণ চেষ্টা করে পূর্ববাংলায় বাঙালি মুসলমানেরা যে বীভৎস অত্যাচার বাঙালি হিন্দুদের উপর করেছে সেটাকে লুকিয়ে ফেলতে, কারণ তা না হলে তৃণমূলী প্রাদেশিকতায় সুড়সুড়ি দেওয়া যাবে না।” গর্গ অর্থাৎ গর্গ চট্টোপাধ্যায় ‘বাংলাপক্ষ’-র পুরোধা।

সৌমিক সরকার নামে এক নেটনাগরিক এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “বিহারিরা ভারতীয় আর তারা আমাদের কোনও দিন ভিটে মাটি থেকে তাড়ায়নি যেটা বাংলাভাষী মুসলমানরা করেছে। বাংলা পক্ষ সত্যিই যদি বাঙালির পক্ষ নিত তাহলে বাঙালি হিন্দুদের উপর হওয়া অবর্ণনীয় অত্যাচারগুলো তুলে ধরতো সেটা ওরা কখনোই করেনা।” এর প্রতিক্রিয়ায় ওপরের মন্তব্য করেছেন তথাগতবাবু।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *