শিরোনাম
বুধ. জানু ২১, ২০২৬

নুমলিগড়-গহপুর আন্ডার-ওয়াটার টানেল প্রকল্পের ২০ শতাংশ অর্থায়ন করবে প্রতিরক্ষা মন্ত্রক

আসাম নিউজ ডেস্ক: নুমলিগড়-গহপুর আন্ডার-ওয়াটার টানেল (ব্রহ্মপুত্র নদের নীচ দিয়ে) প্রকল্পের ২০ শতাংশ অর্থায়ন করবে প্রতিরক্ষা মন্ত্রক, জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

শনিবার জনতা ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই খবর দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। ড. শর্মা বলেন, নুমলিগড়-গহপুর আন্ডার-ওয়াটার টানেল প্রকল্পের জন্য প্রস্তাবিত তহবিলের ২০ শতাংশ প্রতিরক্ষা মন্ত্রক বহন করবে। বাকি বহন করবে ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ তথা ভারত সরকার। মুখ্যমন্ত্রী যোগ করেন, রুটের উভয় এলাকা নিরীক্ষণ করবে প্রতিরক্ষা মন্ত্রক। এর জন্য আরও ব্যয়-কার্যকর করতে প্রতিরক্ষা দফতর অনুপাতিক তহবিল অনুমোদনের জন্য সম্মত হয়েছে।

হিমন্তবিশ্ব শর্মা বলেন, ‘আমার মনে হয়েছে, ব্রহ্মপুত্র নদের ওপর বেশ কয়েকটি সেতু রয়েছে, সেক্ষেত্রে কি জলের নীচে একটি টানেল তৈরি করা যেতে পারে? পাহাড়ে ভেদ করে জম্মু ও কাশ্মীরের অটল টানেলের কথা আমরা জানি। আমি ভাবছিলাম ব্রহ্মপুত্র নদের তলদেশে কি একটা টানেল থাকতে পারে যেখানে রেল ও যানবাহন চলাচল করতে পারে।’

মুখ্যমন্ত্রী জানান, নুমালিগড় এবং গহপুরের মধ্যে বিশাল এই প্রথম আন্ডারওয়াটার টানেল প্রকল্পটি ছয় (৬) হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *