ত্রিপুরা নিউজ ডেস্ক: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উৎপন্ন ঘূর্নিঝড় “মিধিলি” আজ ভোরে বাংলাদেশে আছড়ে পড়েছে। তাই ত্রিপুরায় আজকের জন্য জারি করা হলুদ সর্তকতা প্রত্যাহার করেছে আবহাওয়া দফতর।
আজ মৌসম বিভাগ অনুযায়ী, ঘূর্নিঝড় “মিধিলি” আজ ভোরে ত্রিপুরার প্রধান অংশের উপর দিয়ে চলে গেছে। তবে, ঘূর্নিঝড়ের কিছুটা প্রভাব উত্তর ত্রিপুরা জেলার নিম্মচাপ এলাকার আশেপাশে রয়ে গিয়েছে।
আজকের জন্য জারি করা হলুদ সর্তকতা প্রত্যাহার করা হয়েছে আবহাওয়া দফতর।