শিরোনাম
বুধ. জানু ২৮, ২০২৬

গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ১৭ হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে নিহতর সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের সংখ্যা হালনাগাদ করার পর এই তথ্য জানা গেছে। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৭ হাজার ১৭৭ জন।

মন্ত্রণালয় জানিয়েছে,গত ২৪ ঘণ্টায় ৩৫০ জন নিহত ও ৯০০ জন আহত হয়েছেন।

এছাড়া ৪৬ হাজার মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।

৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণে হামাসের হামলার জবাবে গাজায় বিমান হামলা ও স্থল অভিযান পরিচালনা করছে ইসরায়েল। দেশটির দাবি, হামাসের হামলায় নিহত হয়েছেন এক হাজার ২০০ জন।

গাজায় দুমাসের সংঘাত সম্পর্কে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, গাজার ভয়াবহ পরিস্থিতির কারণে আইনশৃঙ্খলা একেবারে ভেঙে পড়ছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *