জলপাইগুড়ি: ১০০ দিনের বকেয়া টাকার প্রসঙ্গ টেনে সোমবার ফের কেন্দ্রকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
সমাবেশে তিনি বলেন, “কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের ৭ হাজার কোটি টাকা আটকে রেখেছে। আমি দিল্লি যাচ্ছি। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছি। কেন আমরা আবাস যোজনার টাকা পাব না? এটা কেন্দ্র সরকারের টাকা নয়, আমাদের করের টাকা নিয়ে চলে যাচ্ছে। আমাদের কিছু দিচ্ছে না ৷”
ঘরে ঘরে পানীয় জল প্রকল্পের কৃতিত্ব নিয়ে কেন্দ্র যে দাবি করেছে, তাকে এ দিন নস্যাৎ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
তিনি বলেন, “ওরা বিজ্ঞাপন করছে ‘ঘর ঘর পানি’। জমি দিচ্ছে রাজ্য সরকার৷ অর্ধেক টাকা দিচ্ছে রাজ্য সরকার৷ সবই তো রাজ্য করছে ৷ আর বলছে ঘর ঘর পানি কেন্দ্র দিচ্ছে৷ ঝুট বোলে কাউয়া কাটে। ইন্তেজার কিজিয়ে।”