শিরোনাম
সোম. ডিসে ৮, ২০২৫

চুয়াডাঙ্গার বারাদী সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

বাংলাদেশ নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গার দর্শনা থানা এলাকার বারাদী সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। তারা গরু আনার জন্য ভারতে ঢুকেছিলেন।

শনিবার দিবাগত রাতের যে কোনো সময় তারা বিএসএফের গুলিতে মারা গেছেন। নিহতদের লাশ ভারতীয় পুলিশ নিয়ে গেছে।

চুয়াডাঙ্গার দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, দর্শনা থানার অধীন ছয়ঘরিয়া গ্রামের হায়দার আলীর ছেলে সাজেদুর রহমান (২৮) ও শরিয়তুল্লাহর ছেলে খাজা মইনউদ্দিন (৩০) গরু ব্যবসায়ী। গরু আনার জন্য তারা ভারতে গিয়েছিলেন।

গতরাতের যে কোনো সময় তারা বিএসএফের গুলিতে নিহত হন। তাদের লাশ ভারতীয় পুলিশ নিয়ে গেছে। সেখানে ময়না তদন্তের পর ভারতীয় পুলিশ লাশ ফেরত দিতে পারে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *