ক্রীড়া ডেস্ক: এক রাউন্ড হাতে রেখেই প্রিমিয়ার দাবা লিগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ। শনিবার নবম ম্যাচে পুলিশ ৩-১ গেমে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবকে হারিয়ে ১৭ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করে। রোববার শেষ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।
শনিবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে বাংলাদেশ পুলিশের গ্র্যান্ডমাস্টার অভিমানু পৌরনিক, গ্র্যান্ডমাস্টার তের-শাহাকিয়ান সামভেল ও ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ হারিয়েছেন উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের মো. মঞ্জুর আলম, আলেখ্য মুখোপাধ্যায় ও ও তাশরিক সায়হান শানকে। উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের অঙ্কিত রায় বাংলাদেশ পুলিশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের সাথে ড্র করেন।
বাংলাদেশ বিমান ৯ খেলায় ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। ৯ খেলায় ১৩ পয়েন্ট করে নিয়ে পল্লী সঞ্চয় ব্যাংক ও তিতাস ক্লাব যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছেন। বাংলাদেশ বিমান ২.৫-১.৫ গেম পয়েন্টে শেখ রাসেল চেস ক্লাবকে পরাজিত ড্র করে।
বাংলাদেশ বিমানের গ্র্যান্ডমাস্টার ভি প্রনভ ও ফিদে মাস্টার নাইম হক য়থাক্রমে শেখ রাসেল চেস ক্লাবের মো. রাব্বী সেলিম ও ক্যান্ডিডেটমাস্টার অভিক সরকারকে পরাজিত করেন। শেখ রাসেল চেস ক্লাবের আন্তর্জাতিক মাস্টার সংকেত চক্রবর্তী বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলকে পরাজিত করেন।
পল্লী সঞ্চয় ব্যাংক ৩.৫-০.৫ গেম পয়েন্টে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদকে পরাজিত করে। পল্লী সঞ্চয় ব্যাংকের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, গ্র্যান্ডমাস্টার ইনিয়ান পা ও অনত চৌধুরী যথাক্রমে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের ক্যান্ডিডেটমাস্টার মো. নাসিম হোসেন ভূঁইয়া, তানভীর আলম ও সোহান সোবহানকে পরাজিত করেন।
রোববার শেষ রাউন্ডের খেলার পর লীগের পুরস্কার বিতরণ করা হবে।