শিরোনাম
শুক্র. ডিসে ৫, ২০২৫

ঈদে হানিফ সংকেতের ‘আলোকিত অন্ধকার’

বিনোদন ডেস্ক: প্রতি ঈদে একটি নাটক নির্মাণ করেন হানিফ সংকেত। তার নাটকের নামে যেমন ভিন্নতা থাকে, গল্পেও থাকে আলাদা স্বাদ ও বৈচিত্র্য। পাশাপাশি থাকে সামাজিক বক্তব্য। হানিফ সংকেতের এবারের নাটকের নাম ‘আলোকিত অন্ধকার’। অভিনয় করেছেন আবুল হায়াত, ডলি জহুর, মীর সাব্বির, তারিন জাহান, সুভাশিষ ভৌমিক, সাবেরী আলম, নূরে কাঞ্চন, সুবর্ণা মজুমদারসহ অনেকে।

আলোকিত অন্ধকার নাটকের গল্প তৈরি হয়েছে একটি সুখী পরিবারকে ঘিরে। মা-বাবা, ছেলে আর ছেলের বউ নিয়ে একটি পরিবার। সুখেই কাটছিল তাদের দিন। শ্বশুর-শাশুড়িসহ সবার সঙ্গে যেমন সুসম্পর্ক পুত্রবধূর, তেমনি ছেলের বউকেও এই বাড়ির সন্তানের মতোই মনে করে সবাই। এই হাসি-আনন্দের মধ্যেই ঘটে হঠাৎ বিপর্যয়, আলোকিত পরিবারে নেমে আসে অন্ধকার। হানিফ সংকেতের নাটকে সব সময়ই থাকে সামাজিক ও পারিবারিক শিক্ষা, উপদেশ। এবারের নাটকেও থাকছে তেমনটি।

নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন হানিফ সংকেত। সংগীত আয়োজন করেছেন মেহেদি এবং কণ্ঠ দিয়েছেন অয়ন চাকলাদার। ফাগুন অডিও ভিশনের ব্যানারে তৈরি নাটকটি প্রচারিত হবে এটিএন বাংলায়, ঈদের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *