শিরোনাম
শুক্র. ডিসে ৫, ২০২৫

আর্জেন্টিনা ক্রিকেটের পাশে থাকবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: কাতার ফুটবল বিশ্বকাপের পর থেকে আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা গভীর থেকে গভীরতম হয়েছে। আর্জেন্টিনা দলের প্রতি বাংলাদেশের সমর্থকদের অকুণ্ঠ সমর্থন মন কেড়েছে সবার। এরই মধ্যে বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বাংলাদেশে এসে একদিনের জন্য ঘুরে গেছেন। সামনে ডি মারিয়ারও আসার কথা রয়েছে। ২০১১ সালে বাংলাদেশে এসে আর্জেন্টিনা ফুটবল দলের প্রীতি ম্যাচ খেলার ঘটনা তো আছেই। দুই দেশের মধ্যে সুসম্পর্ক আরও মজবুত করতে যাচ্ছেন যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

আর্জেন্টিনা ক্রিকেট দলের উন্নতিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সি সেসোকে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নাজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সি সেসা। দুজনের আলাপচারিতায় ক্রীড়া উন্নতিতে পারস্পারিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। নাজমুল হাসান বলেছেন, ‘তারা আমাদের কাছে ক্রিকেটের সহযোগিতা চেয়েছে। আমি তাদের নিশ্চয়তা দিয়েছি— কিউরেটর থেকে শুরু করে যা যা প্রয়োজন আমরা দিতে প্রস্তুত। প্রয়োজনে আমাদের ক্রিকেটাররাও সেখানে গিয়ে খেলবে। ক্রিকেটের পাশাপাশি তারা কাবাডি নিয়েও আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশের জাতীয় খেলায় তারা একবার অংশ নিয়েছিল। আমরা কাবাডিতেও তাদের সহায়তা করতে পারি।’

আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন। তাদের ছোঁয়ায় ফুটবলে পিছিয়ে থাকা বাংলাদেশকে আরও সামনে এগিয়ে নেওয়ার প্রত্যয় নাজমুল হাসানের, ‘ফুটবলে তারা বিশ্ব চ্যাম্পিয়ন। অনেক ঐতিহ্য তাদের। আমরা তাদের কাছ থেকে কোচ নিতে পারি। আবার আমাদের ছেলে-মেয়েরা ওখানে গিয়ে প্রশিক্ষণ নিতে পারে।’

দুই দেশের মধ্যে এক বছর আগে সমঝোতা স্বাক্ষর হলে আজই প্রথম বৈঠক হয়েছে। নির্বাচনের ঝামেলা থাকায় দুই পক্ষই সময় বের করতে পারেনি বলে দাবি। আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সি সেসো বিশ্বাস করেন, ‘বাংলাদেশ ও আর্জেন্টিনা ক্রীড়ার মাধ্যমে আরও কাছাকাছি আসতে চায়।’

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *