আরাকান নিউজ ডেস্ক: মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু এলাকার আশপাশে জান্তা সমর্থিত বাহিনী ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। মঙ্গলবার (২৫ জুন) দিনগত রাত সাড়ে ১২টার পর থেকে কক্সবাজারের টেকনাফ পৌরসভা, সদর ও সাবরাং ইউনিয়নের সীমান্তবর্তী গ্রামগুলোতে মর্টার শেল ও বোমা বিস্ফোরণের ভারী শব্দ শোনা যায়। রাত ২টা পর্যন্ত এ ধরনের শব্দে সীমান্তের মানুষের ঘরবাড়ি কেঁপে কেঁপে উঠছে। এ সময় রাখাইনের আকাশে বিমান উড়ার শব্দ শোনা যায়।
টেকনাফ পৌর শহরের জালিয়া পাড়ার বাসিন্দা আবুল আলী বলেন, রাখাইনে গভীর রাতে একের পর এক মর্টার শেল ও বোমা বিস্ফোরণের শব্দ শুনেছি। মর্টার শেল ও বোমা বিস্ফোরণের বিকট শব্দে আমাদের ঘরবাড়িও কাঁপছে। বাচ্চারা ভয়ে হাউমাউ করে কেঁদে উঠছে।
সদর ইউনিয়নের বাসিন্দা শাহ আলম বলেন, রাতে শুধু রাখাইনের মুহুর্মুহু বোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এসময় স্থানীয় বাসিন্দারা কিছুটা আতঙ্কে ছিল।