শিরোনাম
বুধ. জানু ১৪, ২০২৬

মেদিনীপুরে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৬

পশ্চিমবঙ্গ নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলায় ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে একই পরিবারের চারজনসহ মোট ৬ জন নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২ জন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

পশ্চিম মেদিনীপুর জেলার এক জেষ্ঠ্য পুলিশ অফিসারের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় নিকটবর্তী হাসপাতালে চিকিৎসাধীন আছেন গুরুতর আহত দুজন।

জেলার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, অ্যাম্বুলেন্সটি অপর্ণা বেগ নামের এক রোগীকে নিয়ে খিরপাইয়ের একটি হাসপাতাল থেকে মেদিনীপুর মেডিকেল কলেজে যাচ্ছিল। রোগীর পরিবারের সদস্য ও চালকসহ আটজনকে বহনকারী অ্যাম্বুলেন্সটি কেশপুর মহাসড়কে পৌছানোর পর সিমেন্টের ব্যাগ বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই ৬ জন মারা যান।

নিহতরা হলেন- অপর্ণার মা অনিমা মল্লিক, স্বামী শ্যামপদ বাগ, কাকা শ্যামল ভুনিয়া ও খালা চন্দনা ভুনিয়া।

পুলিশ জানিয়েছে, অপর্ণা ও চালক উভয়ের অবস্থা এখনও গুরুতর। চিকিৎসকেরা তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। তিনি আরও জানান, চালক মদ্যপ অবস্থায় ছিল কি না এবং গাড়িতে কোনো প্রযুক্তিগত সমস্যা ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *