শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসে শোক পালন

কলকাতা: কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার (৩০ জুলাই) বাংলাদেশব্যাপী শোক পালন করা হচ্ছে। শোক পালন করছে বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোও।

ঘোষণানুযায়ী, মঙ্গলবার শোক পালন করেছে কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাস। এর অংশ হিসেবে উপ-দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারী কালো ব্যাজ ধারণ করে অফিস করেছেন।

এরপর মিশন প্রাঙ্গণের মসজিদে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। অন্যান্য ধর্মাবলম্বীরা বিভিন্ন উপাসনালয়ে গিয়ে বিশেষ প্রার্থনা করেন।

সোমবার (২৯ জুলাই) বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে শোক পালনের অনুমোদন দেওয়া হয়। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শোক পালনের সিদ্ধান্তের কথা জানানো হয়।

সরকারি হিসাবে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় ১৪৭ জনের প্রাণহানি হয়েছে। ক্ষতি হয়েছে শত শত কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদের।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *