শিরোনাম
বৃহঃ. ডিসে ৪, ২০২৫

পূর্ব লণ্ডনে ইকরা বাংলা টিভি’র সাউতুল কুরআনের ফাইনাল অনুষ্ঠিত

পূর্ব লণ্ডন, ১৭ ডিসেম্বর- ইকরা বাংলা টিভি’র উদ্যোগে লন্ডনের রয়েল রিজেন্সি হলে আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা সাউতুল কুরআন এর ফাইনাল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ১৫ ডিসেম্বর  রবিবার  যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে দলে দলে গ্রান্ড ফিনালে অনুষ্ঠানে ধর্মপ্রাণ মুসলমানরা যোগদান করেন।

বিকেল ৪ টা থেকে নিয়ে রাত ৮টা পর্যন্ত বিভিন্ন পর্বে আল কোরআন নিয়ে ছিল চমৎকার সব আয়োজন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন আল খায়ের ফাউন্ডেশন ও ইকরা টিভির চেয়ারম্যান ইমাম কাসিম রশিদ আহমদ।

আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা সাউতুল কোরআন-২০২৪ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন আব্দুর রহমান ছাবিদ। সাউতুল কুরআন প্রথম স্থান অর্জন করে তিনি পুরষ্কার হিসেবে পেয়েছেন তিন হাজার পাউন্ডের চেক ও ক্রেস্ট। রয়েল রিজেন্সি হল লন্ডনে এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে ৮ জন প্রতিযোগি অংশ নেন। প্রতিযোগিতায় ২য় স্থান অধিকার করে দুই হাজার পাউন্ড পেয়েছেন ইসা হক, আর ৩য় স্থান অর্জন করে এক হাজার পাউন্ডস পেয়েছেন ইলিয়াস হামিদ সুলতান। এছাড়াও প্রত্যেক ফাইনাল প্রতিযোগিকে তিন শত পাউন্ড ও একটি করে ট্রফির সাথে সার্টিফিকেট প্রদান করা হয়।

ইক্বরা বাংলা টিভির উদ্যোগে আন্তর্জাতিক ভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ আয়োজনে বিভিন্ন দেশের প্রায় ১৫০ প্রতিযোগি অংশ নেন। বিভিন্ন ধাপ পেরিয়ে ৮ জন প্রতিযোগি ফাইনালে পৌঁছেন। ইক্বরা বাংলা টিভির পরিচালক ও সাউতুল কোরআন প্রতিযোগিতার প্রধান বিচারক শায়খ ক্বারী হুজাইফার সার্বিক তত্ত্বাবধানে বেলা ৪ টায় শুরু হয় ফাইনাল প্রতিযোগিতার এ অনুষ্ঠান। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন মুফতী শাহ হামজা ।সহযোগী ছিলেন মুফতী ছালেহ আহমদ ও মাওলানা আবদুল বাসিত।

আল কোরআনকে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন পর্বে কোরআনের তেলাওয়াত শুনে মুগ্ধ হন উপস্থিত হাজারো শ্রোতাবৃন্দ।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বৃটেনের বিশিষ্ট আলেম শায়খুল হাদিস মুফতী আব্দুর রহমান মনোহরপুরী ও শায়খ মাওলানা মুফতী আব্দুল মুনতাকিম।

অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট জনের মধ্য উপস্থিত ছিলেন ইষ্ট লন্ডন মসজিদের ইমাম হাফিজ মাওলানা আবুল হুসাইন খান, মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা ইমদাদুর রহমান আল মাদানী, মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা ছাদিকুর রহমান, হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, মাওলানা সৈয়দ নাঈম আহমদ, ক্বারী মাওলানা আনিসুল হক, ক্বারী মাওলানা মুদ্দিসসির আনোয়ার, মাওলানা ছাইদ আলী, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা কামরুল হাসান, মাওলানা ছালেহ আহমদ, মাওলানা শেখ মনোয়ার,মাওলানা দেলোয়ার হোসাইন, মাওলানা নাজমুল হাসান প্রমুখ৷

আল কোরআনকে কেন্দ্র করে আয়োজিত ব্রিটেনের সর্ববৃহৎ এই অনুষ্ঠানটি লাইভ সম্প্রচারিত হয় ইকরা টিভি, ইকরা বাংলা টিভি ও ইসলাম টিভিতে। এর মাধ্যমে লাখো শ্রোতা বিভিন্ন দেশ থেকে আল কোরআন কনফারেন্সে সংযুক্ত ছিলেন। আল খায়ের ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমাম কাসীম রাশিদ আহমদের দোয়ার মাধ্যমে আল কোরআন কনফারেন্সের সমাপ্তি ঘটে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *