আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে আবারো যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি তার ট্রুথ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এ আখ্যা দিয়েছেন বলে রবিবার জানিয়েছে এএফপি।
এর আগে জানুয়ারিতে কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প।
চলতি সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বৃহত্তম তিন বাণিজ্যিক অংশীদার- চীন, মেক্সিকো ও কানাডা থেকে আমদানি করা সকল পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) থেকে কানাডা ও মেক্সিকোর ওপর ২৫ শতাংশ এবং চীনের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ কার্যকর হবে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে কানাডার সঙ্গে উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্রের। শনিবার যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছে কানাডা।
রবিবার ট্রাম্প বলেছেন, “এই বিশাল ভর্তুকি ছাড়া, কানাডা একটি কার্যকর দেশ হিসেবে অস্তিত্বহীন হয়ে পড়বে। অতএব, কানাডার আমাদের ৫১তম রাষ্ট্র হওয়া উচিত।”
তিনি দাবি করেছেন, এই পদক্ষেপ “অনেক কম কর ও কানাডার জনগণের জন্য অনেক ভাল সামরিক সুরক্ষা আনবে – এবং কোনো শুল্ক থাকবে না!”

