পশ্চিমবঙ্গ প্রতিনিধি: কলকাতায় নালা পরিষ্কার করতে নেমে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (ফেব্রুয়ারি) নগরীর লেদার কমপ্লেক্স থানা এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। মৃতদের নাম সুমন সর্দার, ফরজেম শেখ ও হাসি শেখ।
জানা গেছে, সকালে লেদার কমপ্লেক্সের ভেতরে মাটির নিচের নালা সাফাইয়ের কাজ চলছিল। ওই এলাকার নালায় রাসায়নিক মিশ্রিত পানি জমে গিয়েছিল। সেই পানি পরিষ্কারের কাজ করছিলেন তিন শ্রমিক।
কিন্তু দীর্ঘক্ষণ কেটে গেলেও ওই তিনজন নালার ভেতর থেকে বের না হলে সন্দেহ হয় স্থানীয়দের। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় লেদার কমপ্লেক্স থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ডাকা হয় উদ্ধারকারী দলকে। নালায় নামানো হয় ডুবুরি।
প্রায় চার ঘণ্টার চেষ্টায় তিন শ্রমিকের নিথর দেহ উদ্ধার করা হয়। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই তিন শ্রমিককে মৃত বলে ঘোষণা দেন।
এরপরেই ঘটনাস্থলে পৌঁছান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, ঠিকাদার হোক কিংবা কর্মকর্তা, এই ঘটনার দায় যারই হোক না কেন তিনি শাস্তি পাবেনই।
মেয়র আরও বলেন, এই ঘটনার তদন্ত হবে। মৃত্যুর কারণ খুঁজবো আমরা। কেন তিন শ্রমিককে ম্যানহোলে নামতে হলো, সেই কারণও খোঁজা হবে। পুলিশ পুলিশের মত তদন্ত করবে। কিন্তু কেএমডিএ নিজেদের মতো করে এই ঘটনার তদন্ত করবে।
এই ঘটনা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, এদের কাজ হচ্ছে গরিবদের মারা। যারা উত্তর প্রদেশের দিকে আঙুল তোলেন, তারা এবার লেদার কমপ্লেক্স দিকে আগে তাকান। কিছুদিন আগেও একই কাজ করে গার্ডেন রিচে ১১ জন শ্রমিকের ওপর ঘরচাপা দিয়েছে।