স্পোর্টস রিপোর্টার: গত সপ্তাহে লেস্টার সিটি ছেড়ে শেফিল্ড ইউনাইটেডে গেছেন বাংলাদেশের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা হামজা চৌধুরী। শনিবার রাতে শেফিল্ডের জার্সিতে অভিষেকও হয়ে গেল তার। ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাবটির হয়ে খেলতে নেমেই অভিষেকেই পেলেন ম্যাচসেরার স্বীকৃতি। ডার্বি কাউন্টির বিপক্ষে ১-০ ব্যবধানে জিতেছে শেফিল্ড ইউনাইটেড। ৪৯তম মিনিটে শেফিল্ডের জয়সূচক গোলটি করেছেন চিলির ফরোয়ার্ড বেন ব্রেন্টন দিয়াজ। ম্যাচে পুরো ৯০ মিনিট দলের রক্ষণভাগ আগলে রেখে ও সতীর্থদের বলের জোগান দিয়ে শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডারের আস্থার প্রতিদান দেন হামজা।
শেফিল্ড অভিষেকে হামজা বল স্পর্শ করেছেন ৬১ বার, ড্রিবলে শতভাগ সফল, ৮০ শতাংশ পাসিং অ্যাকুরেসি, লং পাসে সফল হয়েছেন চারবার, গ্রাউন্ড ডুয়েলে জিতেছেন পাঁচবার, প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিয়েছেন তিনবার, ইন্টারসেপশন (প্রতিপক্ষের পাস দেওয়া বল আটকে দেওয়া) করেছেন দুবার। বিপরীতে ডার্বি কাউন্টির কোনো খেলোয়াড় হামজাকে ট্যাকল বা ড্রিবল করতে পারেননি। এমন পারফরম্যান্সের পর ম্যাচসেরার পুরস্কারটা প্রাপ্যই ছিল হামজার।
হামজার একটি ছবি পোস্ট করে শেফিল্ড লিখেছে, ‘অভিষেকেই পিওটিএম (প্লেয়ার অব দ্য ম্যাচ) পারফরম্যান্স।’ হামজার খেলা ফলো করেছেন বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা। তার পারফরমেন্সে মুন্ধ হয়ে এই স্প্যানিশ কোচ বলেন, ‘হাজমা দারুণ ফুটবলার। মাত্র তিন দিনের অনুশীলনে শেফিল্ডের হয়ে দারুণ খেলেছে। আশা করছি হামজা আমাদের দলের মূল চালিকাশক্তি হয়ে উঠতে পারবে। এমন দুর্দান্ত হামজাকেই চাইছি আমরা।’
হামজার সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা জানতে চাইলে কাবরেরা বলেন, ‘ না আমার সঙ্গে এখনো ওর যোগাযোগ হয়নি। তবে শুনেছি আমাদের এফএ’র সঙ্গে যোগাযোগ আছে। ও নাকি কিছু চাহিদাপত্র পাঠিয়েছে। প্রেসিডেন্ট নিজে ওর বিষয়টা দেখছে। আশা করছি সৌদি আরবের ক্যাম্পে ওকে পাবো। ভারত ম্যাচের আগের দলের সঙ্গে দুই তিনদিন অনুশীলন করতে পারলেই হবে। কারণ ও চ্যাম্পিয়ন প্লেয়ার। হাজমা জানে কিভাবে নতুন দলের সঙ্গে মানিয়ে নিতে হয়।’ আগামী ২৫শে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
নতুন দল শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়ে মাত্র তিন দিনের অনুশীলনেই ম্যাচ সেরা হয়েছেন হামজা চৌধুরী। ম্যাচ শেষে ক্রিস বলেন, ‘হামজা হামজার মতোই খেলেছে। বেশ কিছুদিন ধরে সে কোনো ধরনের ফুটবল খেলেনি। এরপরও মাঠে প্রতিটি ভূমিকায় সে চেনা ছন্দে ছিল। আমি ওকে (হামজা) নিয়ে আলোচনা করছিলাম। ভেবেছিলাম ৭০ মিনিট পর তুলে নিবো। কিন্তু ওই সময় সে এতটা ভালো খেলছিল যে সেটা আর করা হয়নি।’
লেস্টার সিটিতে প্রত্যাশামাফিক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছিলেন না হামজা। তাই ম্যাচ খেলার তাগিদে মৌসুমের মধ্যবর্তী দলবদলে ধারে চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে যোগ দেন ২৭ বছর বয়সী হামজা চৌধুরী।
এদিন ম্যাচের ৪৯তম মিনিটে শেফিল্ডের জয়সূচক গোলটি করেন চিলির ফরোয়ার্ড বেন ব্রেন্টন দিয়াজ। এ জয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান ধরে রেখেছে শেফিল্ড। ৩০ ম্যাচ শেষে শেফিল্ডের পয়েন্ট ৬১, শীর্ষে থাকা লিডস ইউনাইটেডের ৬৩। চ্যাম্পিয়নশিপের শীর্ষ দুই দল সরাসরি প্রিমিয়ার লীগে খেলার সুযোগ পায়। তার মানে, এ অবস্থান ধরে রাখতে পারলে আগামী মৌসুমে আবারও প্রিমিয়ার লীগে খেলার সম্ভাবনা আছে শেফিল্ড ইউনাইটেডের। শেফিল্ডের হয়ে আগামী শনিবার পোর্টসমাউথের বিপক্ষে পরের ম্যাচ খেলতে নামবেন হামজা চৌধুরী।