বিরোধী দলনেতা মানিক সরকারের নেতৃত্বে সিপিআইএমের এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদল জেলার বিভিন্ন এলাকা সফর করেছেন৷ জেলা সফরকালে বিরোধীদলীয় নেতাসহ সিপিএমের নেতৃবৃন্দ বিভিন্ন এলাকায় বিরোধী দলের নেতাদের ওপর হামলা হযরতের ঘটনার চিত্র সরজমিনে খতিয়ে দেখেন৷ প্রতিনিধিদলটি প্রাক্তন সিপিআইএম বিভাগীয় নেতা ঘোষের বাড়িতেও যান৷
উল্লেখ্য গত কিছুদিন ধরেই শাসক দল বিজেপির কিছু লোকজন বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা সংঘটিত করে চলেছে৷করোনাভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতিতে দুস্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করাসহ অন্যান্য সচেতনতামূলক কর্মসূচিতে শামিল হওয়া বিরোধী দলের নেতাকর্মী সমর্থকদের ওপর হামলা সংগঠিত করা হচ্ছে৷ রক্তদান শিবিরে হামলা সংঘটিত করে চলেছে শাসকদলের লোকজনরা৷ ধলাই জেলায় আক্রান্ত বিরোধী দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলার সময়সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা মানিক সরকার বলেন এ রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ কলুষিত করে তোলার চেষ্টা করছে শাসক দল৷
বিরোধী দলের রাজনৈতিক অধিকার হরণ করার চক্রান্ত হচ্ছে৷ হামলা হুজ্জতি করে বিরোধীদের কোনোভাবেই দমানো যাবে না বলেও তিনি উল্লেখ করেন৷শাসকদলের এ ধরনের চক্রান্তের বিরুদ্ধে রাজ্যের জনগণ যোগ্য জবাব দিতে প্রস্তুত হচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন৷ পুলিশের একাংশের ভূমিকা নিয়েও প্রশ্ণ তুলেছেন বিরোধী দলনেতা৷অনেক ক্ষেত্রেই পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই এ ধরনের হামলা হযরতের ঘটনা সংগঠত হচ্ছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন বিরোধী দলনেতা।