শিরোনাম
বৃহঃ. ডিসে ৪, ২০২৫

বিদেশের ৪০ টি থিয়েটারে মুক্তি পাচ্ছে ‘জংলি’

বিনোদন ডেস্ক: গেল ঈদে মুক্তির পর থেকে ক্রমে দর্শকপ্রিয় হয়ে ওঠে ‘জংলি’ সিনেমা। দেশ মাতিয়ে এবার বিদেশযাত্রা শুরু হচ্ছে সিয়াম আহমেদ ও বুবলী অভিনীত এ সিনেমার। আজ শুক্রবার কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৪০ থিয়েটারে মুক্তি পাচ্ছে এম রাহিম পরিচালিত সিনেমাটি।

পরিবেশনা প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো ছবিটি মুক্তি দিচ্ছে। তারা জানায়, প্রথম সপ্তাহেই কানাডার ৫টি, যুক্তরাষ্ট্রের ২৮টি এবং যুক্তরাজ্যের ৭টি থিয়েটারে চলবে ‘জংলি’। ইউকেতে তাদের সঙ্গে যৌথ পরিবেশনায় আছে রিভেরি ফিল্মস।

বিশ্ববিখ্যাত সিনেমা চেইনগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের এএমসি’র ১২টি, রিগ্যালের ১৪টি, শোকেসের ২টি স্ক্রিনে দেখা যাবে ‘জংলি’। কানাডার ৫টি সিনেপ্লেক্স, যুক্তরাজ্যের সিনেওয়ার্ল্ডের ৭টি স্ক্রিনে প্রদর্শিত হবে ছবিটি।

প্রথম সপ্তাহে প্রধান যেসব শহরে চলবে জংলি-

কানাডা টরন্টো, মন্ট্রিয়াল, অটোয়া, ভ্যানকুভার এবং উইন্ডসর।

আমেরিকা নিউ ইয়র্ক সিটি, বাফেলো, ডেট্রয়েট, শিকাগো, ফিলাডেলফিয়া, আটলান্টা, ডালাস, হিউস্টন, লস এঞ্জেলেস, ওয়াশিংটন ডিসি, আটলান্টিক সিটি এবং ক্যানসাস সিটি।

ইংল্যান্ড লন্ডন, বার্মিংহাম, ওয়েম্বলি, লুটন এবং ফেলথাম।

সিয়াম-বুবলী ছাড়া জংলিতে আরও অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি, শিশুশিল্পী নৈঋতা প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে টাইগার মিডিয়া এবং এমআইবি স্টুডিওস।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *