শিরোনাম
বৃহঃ. ডিসে ৪, ২০২৫

বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে আপাসেন ইন্টারন্যাশনাল এবং ব্র্যাক ইউনিভার্সিটির গবেষণা প্রতিবেদন প্রকাশ

ঢাকা, ২৯ জুলাই ২০২৫ — ব্র্যাক ইউনিভার্সিটির জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ এবং যুক্তরাজ্যভিত্তিক চ্যারিটি সংস্থা আপাসেন ইন্টারন্যাশনাল বাংলাদেশে নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধিতা রয়েছে এমন ব্যক্তিদের স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানের বাস্তব অবস্থা নিয়ে একটি গুরুত্বপূর্ণ গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেছে।

মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ বিষয়ক উপদেষ্টা শারমিন সোনিয়া মুরশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সমাজ উন্নয়ন কর্মী রাশেদা কে চৌধুরী। এ সময় যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন আপাসেন ইউকে ও আপাসেন ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী মাহমুদ হাসান এমবিই। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও গণস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. আহমেদ মোশতাক রাজা চৌধুরী এবং ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ-এর ডেপুটি ডিন অধ্যাপক মলয় কান্তি মৃধা।

গবেষণাটি বাংলাদেশের চার ধরনের নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধিতা— অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার, সেরিব্রাল পালসি, বুদ্ধিপ্রতিবন্ধিতা এবং ডাউন সিনড্রোম রয়েছে এমন ব্যক্তিদের স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানের প্রেক্ষাপট বিশ্লেষণ করেছে। পাশাপাশি সরকারি ও বেসরকারি উদ্যোগ এবং বর্তমান নীতিমালার কার্যকারিতাও পর্যালোচনা করা হয়েছে। গবেষণা দলের প্রধান অধ্যাপক তানভীর হাসান এবং টেকনিক্যাল অ্যাডভাইজার লিমিয়া দেওয়ান অনুষ্ঠানে গবেষণার মূল তথ্য ও বিশ্লেষণ উপস্থাপন করেন।

প্রধান অতিথি শারমিন মুরশিদ তাঁর বক্তব্যে জাতীয় নীতিমালাকে জাতিসংঘের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সংক্রান্ত সনদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার ওপর গুরুত্বারোপ করেন এবং আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করা প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা বলেন, এই গবেষণা বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য ভবিষ্যতের নীতিনির্ধারণে একটি কার্যকর ভিত্তি হিসেবে কাজ করবে এবং রাষ্ট্রের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে গবেষণায় অংশ নেয়া নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধিতা নিয়ে বসবাসকারী কয়েকজন ব্যক্তি তাঁদের অভিজ্ঞতা শেয়ার করেন ।

গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন আপাসেন ইন্টারন্যাশনালের কমিউনিকেশন্স ও পলিসি প্রধান বুলবুল হাসান। অনুষ্ঠান শেষে দর্শকদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আপাসেন ইন্টারন্যাশনালের বাংলাদেশ প্রতিনিধি শাহ মাসুদ রানা বক্তব্য রাখেন। সংস্থাটির ট্রাস্টি অধ্যাপক মোসাদ্দেক আহমেদ চৌধুরী ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *