ডিমাপুর, ১১ আগস্ট: নাগাল্যান্ডের পাঁচটি প্রধান উপজাতি সংগঠনের সমন্বয়ে গঠিত ‘ফাইভ ট্রাইবস কমিটি’ চলতি বছরের স্বাধীনতা দিবস (১৫ আগস্ট) উপলক্ষে সকল সরকারি অনুষ্ঠানে জনসাধারণকে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছে। স্থানীয় সমস্যা ও অনিষ্পন্ন নীতিগত ইস্যুগুলির বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে এই বয়কটের ডাক দেওয়া হয়েছে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।
‘রিজার্ভেশন পলিসি পুনর্বিবেচনা কমিটি’র ব্যানারে একত্রিত পাঁচটি উপজাতি সংগঠন — আঙ্গামি পাবলিক অর্গানাইজেশন, আও সেনডেন, লোথা হোহো, রেঙ্গমা হোহো ও সুমি হোহো— গত ৯ আগস্ট অনুষ্ঠিত এক যৌথ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এই কর্মসূচির ঘোষণা করে।
কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা শান্তিপূর্ণ উপায়ে অসহযোগ আন্দোলন চালিয়ে যাবে এবং তাদের এই পদক্ষেপকে গণতান্ত্রিক অধিকারের চর্চা হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা বলেন, “একসঙ্গে এক কণ্ঠে রাস্তায় না নেমে, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে অংশ না নিয়েই আমাদের ক্ষোভ প্রকাশ করুন।”
কমিটির ক্যাম্প অফিস ডিমাপুর থেকে জারি করা বিবৃতিতে তারা তাঁদের অনুগত ফ্রন্টাল সংগঠন ও ইউনিটদেরও এই বয়কটে অংশ নিতে নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে রাজ্য সরকারকে সতর্ক করে বলা হয়েছে, কোনওরকম সরকারি সংস্থা ব্যবহার করে নাগরিক সমাজ সংস্থা বা উপজাতি নেতৃত্বকে ভয় দেখানো বা দমন করার চেষ্টা যেন না করা হয়। এতে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
অন্যদিকে, রাজ্য প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে শান্তিপূর্ণভাবে স্বাধীনতা দিবস উদযাপন করার এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।