শিরোনাম
বৃহঃ. ডিসে ৪, ২০২৫

বিয়ানীবাজার থানা জনকল্যান সমিতির কার্যকরি পরিষদের সভা

স্টাফ রিপোর্টার

বিয়ানীবাজার থানা জনকল্যান সমিতির কার্যকরি পরিষদের সভা অনুষ্টিত হয় গত ১৬-০৯-২০২৫ ইং রোজ মঙ্গলবার পুর্ব লন্ডনের ১৩৫ নং কমারশিয়াল ষ্টিটের হলে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জনাব মোঃ মুজাহিদুল ইসলাম মুজাহিদ এবং সভা পরিচালনা করেন সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেইন ও সার্বিক তত্বাবধানে ছিলেন কোষাধ্যক্ষ নাসির উদ্দিন আহমেদ ফয়ছল।
সদষ্য জনাব মস্তাব আলি সাহেবর তেলাওয়াত ও দোয়ার মধ্যে দিয়ে শুরুতেই শুভেচ্ছা বক্তব্যে রাখেন সমিতির সভাপতি জনাব মোঃ মুজাহিদুল ইসলাম মুজাহিদ ।
বর্তমান কমিটির মেয়াদ প্রায় শেষের দিকে তাই সকল সদষ্যেদের আগামি নুতন কমিটির জন্য প্রস্তুতির আহবান জানানো হয়। এবং নুতন কমিটির জন্য নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সভায় সর্বসস্মতি ভাবে নির্বাচন কমিশন গঠন করে সম্মানিত কমিশনার বৃন্দের নাম গোষনা করা হয়।
নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ প্রাপ্তরা হলেন
১ – সমিতির প্রতিষ্টাতা সাধারন সম্পাদক জনাব নঈম উদ্দিন রিয়াজ
২ – জনাব মুহিবুর রহমান মুহিব
৩ – জনাব মৌঃ জিল্লুর রহমান
৪ – জনাব মাহতাব চৌধুরী ও
৫ – জনাব সাহাব উদ্দিন চঞ্চল ।

উক্ত সম্মানিত কমিশনার বৃন্দ বিগতো বেশ কয়েক বছর হতে নির্বাচন কমিশনার হিসেবে অত্যান্ত দক্ষতা ও নিরপেক্ষতার সহিত কমিটি গঠন করে আসছেন এর জন্য বিয়ানীবাজারবাসি কৃতজ্ঞ।
সভায় উপস্হিত ছিলেন জনাব মিসবাহ উদ্দিন সানি-সেতু আহমেদ -আব্দুল হাকিম হাদি-দেলোয়ার হোসেন দিলু-মিসবাহ্ রহমান-আকরম আলী এমাদ-আতাউর রহমান আবু-মস্তাব আলী-আবিদুর রহমান শিমু-সুলতান আহমেদ-শিপন আহমেদ-রোকন উদ্দিন-রুহুল আলম-দিলাল উদ্দিন-সাদেক আহমেদ-রুহুল আমিন-জাহাঙ্গির সিদ্দিক-মুন্না আহমেদ রাজু-শামীম আহমেদ-আতিকুর রহমান মোহন-হাবিব আহমেদ শিপলু প্রমুখ

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *