শিরোনাম
বৃহঃ. ডিসে ৪, ২০২৫

বর্ণাঢ্য আয়োজনে “ব্রিটিশ বাংলাদেশি অ্যাকাউন্ট্যান্টস ডে” উদযাপন

লন্ডন, ২৭ সেপ্টেম্বর- ব্রিটিশ বাংলাদেশি পেশাদার হিসাববিদদের কাজে উৎসাহ জোগাতে, তাঁদের অর্জন ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরতে ও সাধারণ মানুষের মধ্যে এ কাজের গুরুত্ব বোঝাতে এবং এ পেশায় তরুণদের আগ্রহী করে তুলতে দ্য প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্টস সোসাইটি’র উদ্যোগে ২৭ সেপ্টেম্বর, শনিবার পূর্ব লন্ডনের দ্য অট্রিয়াম মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মত  “ব্রিটিশ বাংলাদেশি অ্যাকাউন্ট্যান্টস ডে” পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ব্রিটিশ বাংলাদেশি পেশাদার হিসাববিদ ও নিরীক্ষকদের সংগঠন ‘দ্য প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্টস সোসাইটি’ কমিউনিটির সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কেক কাটাসহ শনিবার দুপুর ১২.০০ থেকে বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত নানান কর্মসূচি পালন করেছে। জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিবসটি শেষ হয়েছে।

মিনারা উদ্দিন মেঘনার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য, গ্যারান্টর ও ডাইরেক্টর মো: ইফতেখারুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও আয়োজক কমিটির চেয়ার সুরাইয়া খাতুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সিলর তানভীর মো: আজীম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভরদ্বাজ অ্যান্ড কোং- এর অশোক কুমার ভরদ্বাজ, নেস্ট পেনশন প্রোভাইডার-এর অ্যান্ডি ওল্ডেকর, টাইড ব্যাংকের বিজনেস রিলেশন ম্যানেজার আক্তার, অলিম্পিয়া ফাইনেন্সের কর্ণধার আহসান সরকার, রউফ অ্যান্ড কোং- এর স্বত্বাধিকারী মাহমুদ রউফ, ইপসাম অ্যাকাউন্ট্যান্ট- ডিরেক্টর ইকবাল চৌধুরী, বিসিএ-এর সেক্রেটারি জেনারেল  মিতু চৌধুরী, এইচএসবিসি অ্যাসেট ম্যানেজমেন্টের ইনভেস্টমেন্ট চিফ অব স্টাফ আরিফ হোসাইন  ও সংযুক্ত আরব আমিরাত থেকে আগত উদ্যোক্তা মোহাম্মদ কলিম।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জৈষ্ঠ অ্যাকাউন্ট্যান্ট মো: আবদুর রকিব, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও স্বরণীকা সম্পাদক মো খসরুজ্জামান, প্রতিষ্ঠাতা সদস্য আলী আশরাফ চৌধুরী,  প্রতিষ্ঠাতা সদস্য হোসাইন আল মামুন, শিক্ষানবিশ অ্যাকাউন্ট্যান্ট তালহা বিন মির্জা মুহাম্মদ ও অ্যাকাউন্ট্যান্ট হৃদয় সেন প্রমূখ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাকাউন্ট্যান্ট কাজী ফারহানা আক্তার, আফরোজা আমীন ঝুমা, নাজমুল হোসাইন, মো: মিজানুর রহমান, মোহাম্মদ কামরুল আজীজ, হারিসা ইসলাম, মো: তোফাজ্জল হোসাইন, আনাম মাহমুদ, মো: মাহমুদুল হক, মো: সুলতানুল আবেদীন, মো: সরফরাজ নিনাদ, মো: আলিনূর রহমান, এফ এম রাইসুল ফেরদৌস ও দবির উদ্দিন আহমেদ প্রমূখ।

দিবসটি উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে একটি  স্বরণীকা প্রকাশ করা হয়।  অনুষ্ঠানের শেষের দিকে অ্যাকাউন্ট্যান্টদের জীবনী নিয়ে একটি চমৎকার নাটিকা পরিবেশন করা হয়। নাটিকাটি পরিবেশন করে ‘ট্রিও আর্টস’। অনুষ্ঠানে পিয়ানো বাজিয়ে সবাইকে মুগ্ধ করেন ছোট্র বন্ধু আইহাম সাইদ। পুরো অনুষ্ঠানটি “LB24” টিভিতে লাইভ সম্প্রচার করা হয়।

উল্লেখ্য, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের দ্বারা রক্ষিত প্রতিশ্রুতি, নিয়মিতভাবে অ্যাকাউন্টিং মান আপডেট এবং পেশাদারিত্বের মূল্যের কথা স্মরণ করিয়ে দিতে দ্য প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্টস সোসাইটি’র উদ্যোগে এখন থেকে প্রতিবছরের সেপ্টেম্বর মাসের শেষ শনিবার দিনটি যুক্তরাজ্যে ‘ব্রিটিশ বাংলাদেশি অ্যাকাউন্ট্যান্টস ডে’ হিসেবে পালন করা হবে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *