বিহার, ২৯ সেপ্টেম্বর : নবরাত্রির পবিত্র উপলক্ষে বিহারবাসীর জন্য বড় উপহার দিল রেল কর্তৃপক্ষ। সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাতটি নতুন ট্রেনের সূচনা করেন। এর মধ্যে তিনটি ‘অমৃত ভারত এক্সপ্রেস’ এবং চারটি প্যাসেঞ্জার ট্রেন রয়েছে। নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনগুলি চলবে মুজফ্ফরপুর–চেরলাপল্লি জংশন, দরভাঙ্গা–মাদার জংশন এবং ছপরা–আনন্দ বিহার টার্মিনাল রুটে।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তাঁর ভাষণে বিহারের রেল উন্নয়নের যাত্রার কথা উল্লেখ করেন এবং একে ‘জিএসটি সঞ্চয় উৎসব’-এর সঙ্গে যুক্ত করেন। তিনি বলেন, “নবরাত্রির পবিত্র দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে দেশকে জিএসটি সঞ্চয় উৎসবের উপহার দেওয়া হয়েছিল। আজ মোদিজির নেতৃত্বে রেল খাতে দ্রুত অগ্রগতি হচ্ছে। তারই ধারাবাহিকতায় বিহারকে সাতটি নতুন ট্রেনের উপহার দেওয়া হলো।”
তিনি আরও বলেন, “তিনটি অমৃত ভারত এক্সপ্রেস ছাড়াও চারটি নতুন প্যাসেঞ্জার ট্রেন চালু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বে বিহার দ্রুত উন্নয়নের পথে এগোচ্ছে। আমি বিশ্বাস করি, আগামী দিনে বিহার নতুন মাইলফলক ছুঁবে।”
রেলমন্ত্রী এদিন ছটপূজার জন্য বিশেষ ট্রেন চালুর ঘোষণাও করেন। তিনি জানান, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে ছটপূজার সময় বিহারের জন্য ১২,০০০ বিশেষ ট্রেন চালানো হবে। এছাড়া, প্রয়োজনে আরও ১৫০টি ট্রেন রিজার্ভ রাখা হয়েছে।”
অশ্বিনী বৈষ্ণব আরও বলেন, “প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে রেল খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। বর্তমানে শুধু বিহারেই এক লাখ কোটি টাকার রেল প্রকল্প চলমান। গত কয়েক বছরে ১,৮৯৯ কিলোমিটার নতুন রেললাইন নির্মাণ সম্পন্ন হয়েছে। ভন্দে ভারত ও ‘নমো ভারত’ ট্রেনের মতো প্রকল্পও এগিয়ে চলছে, যা বিহারের অর্থনীতিকে আরও গতি দেবে।”