কোকরাঝাড়, ২৯ সেপ্টেম্বর : বোরোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল (BTC) নির্বাচনে বিপুল জয়ের পর আগামী ৫ অক্টোবর শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনের তারিখ নির্ধারণ করল বডোল্যান্ড পিপলস ফ্রন্ট (BPF)। অনুষ্ঠানটি কোকরাঝাড় সেক্রেটারিয়েট সংলগ্ন গ্রিন ফিল্ড ময়দানে অনুষ্ঠিত হবে।
৪০টির মধ্যে ২৮টি আসনে জয়ী হওয়া বিপিএফ ইতিমধ্যেই আসামের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মাকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছে। রাজ্যপাল লক্ষ্মণ আচার্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বলে জানা গেছে। দলীয় সভাপতি হগ্রামা মহিলারি রবিবার দিসপুরে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। পাশাপাশি তিনি শাসক ইউপিপিএল (UPPL) ও বিজেপিসহ অন্যান্য রাজনৈতিক দলকেও আমন্ত্রণ জানিয়েছেন, যা রাজনৈতিক মহলে সহযোগিতার সংকেত হিসেবে দেখা হচ্ছে।
দলীয় সূত্রে খবর, দুর্গাপূজার ছুটি ও সম্প্রতি অসমের সাংস্কৃতিক প্রতীক জুবিন গার্গের আকস্মিক মৃত্যুর পর শোকাবহ সময়কে সম্মান জানিয়েই এই তারিখ চূড়ান্ত করা হয়েছে। এক সূত্র জানায়, “এই তারিখ বেছে নেওয়ায় প্রশাসনিক কর্তাদের উপস্থিতি যেমন নিশ্চিত হবে, তেমনই সমর্থকদের অংশগ্রহণও বাড়বে। একইসঙ্গে অনুষ্ঠানের গাম্ভীর্যও বজায় থাকবে।”
আমন্ত্রণপত্র গ্রহণ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে লিখেছেন, “সম্প্রতি সমাপ্ত বডোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল নির্বাচনের পরে বিপিএফ সভাপতি হগ্রামা মহিলারি ও তাঁর দলের বিজয়ী প্রার্থীরা আজ আমার সঙ্গে দেখা করেছেন। তিনি আমাকে ৫ অক্টোবর কোকরাঝাড়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন…”
রাজনৈতিক নেতা, বিশিষ্ট অতিথি এবং হাজারো সমর্থকের উপস্থিতিতে অনুষ্ঠানে নবনির্বাচিত পরিষদের কার্যকালের সূচনা মর্যাদাপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।