শিরোনাম
বৃহঃ. ডিসে ৪, ২০২৫

এনফিল্ডের মেয়র আমিরুল ইসলামের বিরুদ্ধে ভিসা জালিয়াতির অভিযোগ

কমিউনিটি নিউজ ডেস্ক: লন্ডনে এনফিল্ডের সাবেক মেয়র বাংলাদেশি বংশোদ্ভূত আমিরুল ইসলামের বিরুদ্ধে ভিসা জালিয়াতির অভিযোগ উঠেছে। তিনি নিজের ৪১ আত্মীয়কে লন্ডনে ভিজিট ভিসার আবেদনপত্রে কাউন্সিলের প‍্যাড ব‍্যবহার করে চিঠি ইস্যু করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ‍্য টেলিগ্রাফ জানিয়েছে, যুক্তরাজ্যের এনফিল্ড কাউন্সিলের সাবেক মেয়র ও বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিবিদ মোহাম্মদ আমিরুল ইসলাম মেয়রের পদ ব্যবহার করে বাংলাদেশ থেকে ৪১ জন আত্মীয় ও বন্ধুদের ভিসা নিশ্চিত করতে চেয়েছিলেন।

তদন্তে দেখা গেছে, তিনি ব্রিটিশ হাই কমিশন ঢাকায় এনফিল্ড কাউন্সিলের লোগোযুক্ত অফিসিয়াল ও বিকৃত (doctored) চিঠি পাঠিয়েছিলেন। এসব চিঠিতে পাসপোর্ট নম্বর, জন্মতারিখ ও ভ্রমণ খরচ বহনের আশ্বাস ছিল এবং অতিথিদের তার বাড়িতে থাকার কথা উল্লেখ ছিল।

১৬০ পৃষ্ঠার স্বাধীন তদন্ত প্রতিবেদনে বলা হয়, ইসলাম ব্যক্তিগত স্বার্থে মেয়রের পদ ব্যবহার করেছেন এবং কাউন্সিলের সুনাম ক্ষুণ্ণ করেছেন। মোট ৪১ জনকে আমন্ত্রণ জানানো হলেও মাত্র একজন অতিথি অনুষ্ঠানে অংশ নেন।

হোম অফিস বর্তমানে ৪৭ বছর বয়সী ইসলামের বিরুদ্ধে সম্ভাব্য ইমিগ্রেশন অপরাধ তদন্ত করছে। তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হলেও তিনি এখনও আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ করেননি।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *