শিরোনাম
শুক্র. জানু ২, ২০২৬

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে কলকাতায় শোক

কলকাতা, ৩০ ডিসেম্বর: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কলকাতার সাধারণ মানুষ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে কলকাতা প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘সনাতনী সংগঠন’ আয়োজিত একটি অনুষ্ঠানে খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সংগঠনটির সভাপতি গোবিন্দ দাস বলেন, ‘খালেদা জিয়ার মৃত্যুতে সনাতনী সংগঠনের পক্ষ থেকে আমরা গভীর শোকাহত। খালেদা জিয়ার পরিবার, পরিজন, বাংলাদেশের প্রতিটি মানুষ আজ শোকাহত। আমরাও একইসঙ্গে শোক জ্ঞাপন ও সমবেদনা জানাচ্ছি।’

সংগঠনের সদস্য প্রবীর গাঙ্গুলি বলেন, ‘যেকোন মৃত্যুই খুবই দুঃখজনক। বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। আমি তার আত্মার শান্তি কামনা করি। তারেক রহমানসহ তার পরিবারের সদস্যরা যারা তাদের প্রিয়জনকে হারালেন, তাদের প্রতি আমার সমবেদনা রইল।’

চিত্র পরিচালক বিমল দে বলেন, ‘খালেদা জিয়া দীর্ঘদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি বাংলাদেশের জন্য অনেক কাজও করেছেন। একজন ভারতবাসী ও পশ্চিমবঙ্গবাসী হিসেবে অবশ্যই তার প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য।’

এদিকে কলকাতাস্থ বাংলাদেশ উপহাইকমিশনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এক বিশেষ ব্যবস্থা নিয়েছে। শোক প্রকাশের জন্য মিশনে একটি ‘শোক বই’ রাখা হচ্ছে, যেখানে সাধারণ মানুষ তাকে শ্রদ্ধা জানাতে পারবেন।

আগামী বুধবার বিকেল ৩টা থেকে ৫টা, বৃহস্পতিবার, শুক্রবার এবং সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সাধারণ মানুষ এসে তাদের শোকবার্তা জানাতে পারবেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *