শিরোনাম
শুক্র. জানু ২, ২০২৬

সোনার বাংলা পাথওয়ে টি-টোয়েন্টি লিগ আয়োজনের সিদ্ধান্ত বিসিবির

ক্রীড়া সংবাদ, ২৯ ডিসেম্বর: দেশের ঘরোয়া ক্রিকেট কাঠামো আরও শক্তিশালী করতে নতুন একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্টটির নাম দেওয়া হয়েছে ‘সোনার বাংলা পাথওয়ে টি-টোয়েন্টি ক্রিকেট লিগ ২০২৬।’

সোমবার (২৯ ডিসেম্বর) বিসিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্র্যাঞ্চাইজি কিংবা ক্লাব লিগের বাইরে থাকা ক্রিকেটারদের জন্য প্রতিযোগিতামূলক একটি প্ল্যাটফর্ম তৈরি করাই এই লিগের মূল লক্ষ্য। এর মাধ্যমে সম্ভাবনাময় খেলোয়াড়দের জাতীয় ক্রিকেটের মূল ধারায় আনার পথ সুগম হবে বলে আশা করছে বোর্ড।

এই টুর্নামেন্টের দায়িত্বপ্রাপ্ত (লিড) হিসেবে বিসিবির সহসভাপতি ফারুক আহমেদকে মনোনীত করা হয়েছে। আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে লিগটি শুরু হওয়ার কথা রয়েছে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বগুড়া ও রাজশাহীর দুটি ভেন্যুতে।

বিসিবি জানায়, এবারের লিগে ছয় থেকে আটটি দল অংশ নিতে পারে।

খেলোয়াড় বাছাইয়ের দায়িত্ব থাকবে জাতীয় নির্বাচক প্যানেলের হাতে। মূলত দুই ক্যাটাগরি থেকে খেলোয়াড় নির্বাচন করা হবে। প্রথমত, বিপিএল টি-টোয়েন্টি ২০২৫-২৬ আসরের নিলামে নাম থাকলেও যেসব খেলোয়াড় কোনো ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ পাননি। দ্বিতীয়ত, ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে অংশ না নেওয়া আটটি দলের সঙ্গে চুক্তিবদ্ধ থাকা খেলোয়াড়রা।

প্রতিযোগিতার মান ও পেশাদারিত্ব নিশ্চিত করতে প্রতিটি দলের টিম ম্যানেজমেন্ট বিসিবির পক্ষ থেকেই নিয়োগ দেওয়া হবে। একই সঙ্গে খেলোয়াড়দের পারিশ্রমিকসহ সব ধরনের আর্থিক বিষয়ও বিসিবি সরাসরি তদারকি করবে। দল গঠন, ম্যাচ সূচি এবং টুর্নামেন্ট পরিচালনা সংক্রান্ত অন্যান্য বিস্তারিত তথ্য সময়মতো জানানো হবে বলে জানিয়েছে বিসিবি।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *