শিরোনাম
বুধ. জানু ১৪, ২০২৬

কলকাতায় ইন্ডিয়ানদের জন্য বাংলাদেশি ভিসা সেবা চালু

সিনিয়র করেসপন্ডেন্ট: চলমান পরিস্থিতিতে বাংলাদেশ-ইন্ডিয়ার মধ্যে বইছে শীতল হাওয়া। আর এই পরিস্থিতিতে ভারতীয়দের জন্য বাংলাদেশ পর্যটক ভিসা বন্ধ করেছে এমন খবর দুই দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে।

কিন্তু শুক্রবার (৯ জানুয়ারি) কলকাতাস্থি বাংলাদেশ মিশনের তরফে জানা যায়, কলকাতায়, ইন্ডিয়ানদের জন্য খোলা রয়েছে সব ধরনের ভিসা। বন্ধ নেই পর্যটক ভিসাও।

এ বিষয় কলকাতার বাংলাদেশ মিশনের ভিসা প্রধান মুহম্মদ জিল্লুর রহমান বলেছেন, কলকাতায় সব ধরনের ভিসা পরিষেবা চালু রয়েছে। পশ্চিমবঙ্গে একমাত্র বন্ধ রয়েছে শিলিগুড়ি ভিসা আবেদন কেন্দ্র। তারা নির্দিষ্ট এবং নিজস্ব কারণে ভিসা আবেদন জমা নিচ্ছে না। ওই অফিস বন্ধ রাখা হয়েছে।

কলকাতার সংবাদ মাধ্যম এমন খবর খবর সম্প্রচার করছে কেনো? জবাবে জিল্লুর জানান, এর দায় আমাদের নয়। তবে এটুকু বলতে পারি, এ সম্পর্কিত বিষয় আমাদের সাথে কলকাতার কোনো সংবাদমাধ্যম যোগাযোগ করেনি।

২২ ডিসেম্বর এক হিন্দুত্ববাদী সংগঠন শিলিগুড়ি ভিসা কেন্দ্রে ভাঙচুর চালায়। এর কারণে বন্ধ রাখা হয়েছে বলে সেই সময় জানা গিয়েছিল। যা বর্তমানেও চালু হয়নি।

জানা যায়, ইন্ডিয়ার দিল্লিতে ভিসা বন্ধের মতো কোনো ঘটনা ঘটেনি। তবে সেখানে ভিসাকরণ সীমিত করা হয়েছে। ইন্ডিয়ায় একমাত্র ভিসা প্রক্রিয়া বন্ধ রেখেছে আগরতলা ও গুয়াহাটির বাংলাদেশ মিশন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *