গত ১৬ জুলাই ছিলো চন্দ্রাভিযানের উদ্দেশে মহাশূন্যে পাড়ি দেয়ার ৫১তম বর্ষপূর্তি। সেদিন অ্যাপোলো-১১তে ছিলেন নিল আর্মস্ট্রং, এডুইন অল্ড্রিন ও মাইকেল কলিন্স। সেইদিনই এক ইতিহাসের শুরু হয়েছিল, যা মানুষের অন্যতম সেরা কীর্তি।
সেই উপলক্ষেই অ্যাপোলো-১১ উপগ্রহের উৎক্ষেপণের বিশেষ ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিল নাসা। ট্যুইটারে সেই ভিডিও শেয়ার করে নাসা লেখে, ‘৫১ বছর আগে কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছিল অ্যাপোলো-১১। তাতে করে চাদের উদ্দেশ্যে পাড়ি দেন নিল আর্মস্ট্রং, এডুইন অল্ড্রিন ও মাইকেল কলিন্স। চার দিন পর আর্মস্ট্রং ও অল্ড্রিন চাঁদের বুকে পদার্পন করেন। মাইকেল কলিন্স কমান্ড মডিউল থেকে গোটা বিষয়টি পরিচালনা করছিলেন।’
স্বাভাবিক ভাবেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই অবিস্মরণীয় দৃশ্যের ভিডিও। একজন আবার একটি চিঠির ছবি পোস্ট করে জানান তার দাদুও ওই অভিযানের অংশ ছিলেন। কেউ লেখেন,’আমি সেই সময় খুব ছোট ছিলাম। টিভিতে উৎক্ষেপণ লাইভ দেখানো হয়েছিল। আমরা খুব উত্তেজিত ছিলাম।’
যদিও এখনও অনেকেই আমেরিকার ওই অভিযানের সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। অনেকেই মনে করেন আসলে চাঁদের ছবি বলে যেগুলি দাবি করা হয়, সেগুলি পৃথিবীতেই তোলা। আমেরিকা আদৌ সেই অভিযানে সফল হয়নি। এই নিয়ে নাসাকে কমেন্টে খোঁচাও দিয়েছেন অনেকে।

