শিরোনাম
শনি. জানু ৩, ২০২৬

দুর্নীতির অভিযোগ, ২ পঞ্চায়েত প্রধান-সহ সাতজনকে বহিষ্কার করল বিজেপি

স্টাফ রিপোর্টার, পুরুলিয়া: বিধানসভা নির্বাচনের আগে কোনও ঝুঁকি নয়। তাই দুর্নীতির অভিযোগে তৃণমূলের দিকে আঙুল তোলা গেরুয়া শিবিরও এবার নিজেদের ঘরেও শুদ্ধিকরণে জোর দিল। দুর্নীতির অভিযোগে দলের ২ পঞ্চায়েত প্রধান-সহ সাতজনকে বহিষ্কার করল বিজেপি।

দলবিরোধী কাজ ও দলের ভাবমূর্তি নষ্ট করার পাশাপাশি দুর্নীতিতে যুক্ত থাকার জন্য পুরুলিয়া জয়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অপর্ণা বাদ্যকার এবং রঘুনাথপুর ২ নম্বর ব্লকের নতুনডি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুচিত্রা বাউরিকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে দলের পাঁচ নেতা জগদীশ প্রতি, জয়দেব মণ্ডল, মনোজ কর্মকার, হরেন্দ্র নাথ মাহাতো ও রানা ব্যানার্জিকে দল থেকে বহিষ্কার করেছে জেলা বিজেপি।

ওই সাত জনের বিরুদ্ধে অভিযোগ, শাসকদল তৃণমূলের সঙ্গে তাঁরা যোগাযোগ রাখ ছিল। তবে নতুনডি গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে একাধিক প্রকল্পে বেনিয়মের অভিযোগ তুলে কয়েকদিন আগেই স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিডিও’র কাছে অভিযোগ করেন। তাছাড়া এলাকার মানুষজনও ওই প্রধানের বিরুদ্ধে প্রকাশ্যে সরব হন।

এরপরই দলীয় শৃঙ্খলারক্ষা কমিটি এই সাতজনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অনুমতি নিয়ে পুরুলিয়া জেলা বিজেপি শনিবার এই বহিষ্কারের কথা জানায়। সেই সঙ্গে ৯১ জনের নতুন জেলা কমিটিও ঘোষণা করা হয়। আগামী বিধানসভা ভোটের কথা মাথায় রেখে এই নতুন জেলা কমিটি বলে দলীয় তরফে জানা গিয়েছে।

দলের জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, “আমরা জনগণকে কথা দিয়েছিলাম দুর্নীতির সঙ্গে কোনওরকম আপস করব না। আমাদের দলের কয়েকজন দলবিরোধী কাজ করার পাশাপাশি নানা দুর্নীতিতে জড়িয়ে পড়েন। দুই পঞ্চায়েত প্রধানকে তাই আমরা দল থেকে বহিষ্কার করেছি। জনসাধারণের টাকা দুর্নীতি করার অভিযোগ উঠেছিল ওইসব জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। দলীয়স্তরে আমরা তা তদন্ত করে দেখি। তদন্তে দেখা যায় অভিযোগ সত্যি। সেই প্রতিশ্রুতিমতো দুর্নীতিতে যুক্ত থাকার কারণে আমরা আমার দলের এই সাতজনকে বহিষ্কার করেছি।”

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *