শিরোনাম
শনি. জানু ৩১, ২০২৬

এবার সৃজিতের ‘নজরে’ দুই বাংলাদেশি নায়িকা, উত্তপ্ত শোবিজপাড়া

অনেক বিতর্ক টপকে মিথিলাকে বিয়ে করেন সৃজিত। এ নিয়ে এখনো আলোচনা হচ্ছে। তারই মাঝে আরেকজন হাজির! নাম সোহানা সাবা। অবশ্য এখনো তেমন কিছু সামনে আসেনি। তবে শোনা যাচ্ছে কিছু ফিসফাস। আর সেই ফিসফাসকে কেন্দ্র করে বেরিয়ে আসল একটা ক্লু।

ইনস্টাগ্রামে দেখা গেল এই বাংলাদেশি অভিনেত্রী সাবাকে ফলো করছেন সৃজিত। মাঝে মধ্যে তার ছবিতে লাইক এবং বিভিন্ন রিঅ্যাক্টও দেন তিনি। তবে কী যা শোনা যাচ্ছে তা সত্য! কে জানে? হলেও হতে পারে। এ নিয়ে অবশ্য দুই পক্ষের কারো মন্তব্য পাওয়া যায়নি।

শুধু সাবা নয়, জয়া আহসানকেও নজরে রেখেছেন। তাকেও ফলো করছেন সৃজিত। যদিও গুঞ্জন আছে মিথিলার আগে জয়াকে পছন্দ ছিল সৃজিতের। তবে বিয়ের পরও কী ভোলা যাচ্ছে না!

প্রসঙ্গত, সোহানা সাবা, বাংলাদেশের একজন অভিনেত্রী এবং মডেল। তিনি ছোট এবং বড় পর্দায় অভিনয় করে থাকেন। তার ক্যারিয়ার শুরু মূলত নাচের মাধ্যমে। বর্তমানে তিনি একজন অভিনয় শিল্পী হিসাবে সবার কাছে পরিচিত।

পরিচালক মুরাদ পারভেজকে বিয়ে করেন এই সোহানা সাবা। ২০১৪ সালের ১৮ অক্টোবর তাদের এক ছেলেও জন্মগ্রহণ করে। এরপর ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়’পূর্বপশ্চিমবিডি

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *