শিরোনাম
শনি. জানু ৩১, ২০২৬

লিবিয়া ও সিরিয়া নিয়ে অ্যাঙ্গেলা মার্কেল-এরদোগানের ফোনালাপ

এ দুই দেশের সর্বশেষ অবস্থা ও তাদের মাঝে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন এই দুই নেতা। তুরস্কের প্রেসিডেন্সির যোগাযোগ বিভাগের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে আনাদোলু আরবি।

আনাদুলু এজেন্সির ইস্তাম্বুল শাখার প্রতিনিধি জানান, মঙ্গলবার (২১ জুলাই) লিবিয়া ও সিরিয়ার সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে এরদোগান ও মার্কেল ফোনকলে আলোচনা করেছেন। আলোচনায় অর্থনৈতিক ও পর্যটন বিষয়ও স্থান পেয়েছে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে আনাতোলিয়ায় তুরস্কের রাষ্ট্রপতি রজব তাইয়েব এরদোগান ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেও এ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল। তবে এবারের ফোনকল আলোচনায় নতুন করে যুক্ত হয়েছে করোনাভাইরাস ইস্যু।

এরদোগান ও মার্কেল কোভিড -১৯ মোকাবিলায় বিশেষত মহামারীটি সংক্রমণের পরে পরবর্তী পর্যায়েও লড়াইয়ে কীভাবে সহায়তা অব্যাহত রাখা যায়, তা নিয়ে আলোচনা করেছেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *