রাশিয়া মহাকাশে এমন এক ধরনের উৎক্ষেপকের পরীক্ষা চালিয়েছে, যেটি মহাকাশে স্যাটেলাইটে আঘাত করার অস্ত্র হিসেবে ব্যবহার করা যায়- এমন অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
মহাকাশে ‘অ্যান্টি স্যাটেলাইট’ অস্ত্র পরীক্ষা চালাচ্ছে রাশিয়া- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এমনই দাবি করেছে।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা মহাকাশে রুশ যন্ত্রপাতি পরীক্ষা করার উদ্দেশ্যে নতুন প্রযুক্তি ব্যবহার করছে।
নতুন রুশ স্যাটেলাইটের কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্র আরও আগে থেকেই প্রশ্ন তুললেও এবার সরব হলো যুক্তরাজ্য। আর এমন একটা সময়ে অভিযোগ উঠলো যখন ব্রিটিশ পার্লামেন্টের নিরাপত্তা ও গোয়েন্দা সংক্রান্ত ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি কমিটির (আইএসসি) রিপোর্টে বলা হয়েছে, রাশিয়া যুক্তরাজ্যকে পশ্চিমা দুনিয়ার সবচেয়ে বড় লক্ষ্যবস্তুর একটি মনে করছে।
রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীনসহ ১০০টির বেশি দেশ মহাকাশ সংক্রান্ত একটি চুক্তির অংশ। যে চুক্তি অনুযায়ী মহাকাশ শুধু শান্তিপূর্ণ কার্যক্রমের উদ্দেশ্যে ব্যবহার করা যাবে। ওই চুক্তিতে বলা আছে, মহাকাশে বা কোনও স্যাটেলাইটের কক্ষপথে কোনও ধরনের অস্ত্র স্থাপন করা যাবে না।
তবে যুক্তরাষ্ট্রের মহাকাশ কমান্ডের প্রধান জেনারেল জে রেমন্ড দাবি করেছেন, সম্প্রতি রাশিয়া যে মহাকাশিভিত্তিক অ্যান্টি-স্যাটেলাইট অস্ত্রী পরীক্ষা চালিয়েছে তাদের হাতে সেই প্রমাণ আছে।
মস্কো নিশ্চিতভাবে এমন স্যাটেলাইট তৈরির চেষ্টা করছে যেটি দিয়ে আরেকটি স্যাটেলাইট ধ্বংস করা যায়- এমন অভিযোগ উঠেছে মার্কিন সরকারের পক্ষ থেকে।

