আগামী ৮ অগাস্ট শনিবার লোক আদালত বসছে কলকাতা হাইকোর্টে। বিচারাধীন যে মামলাগুলো আদালতে নিষ্পত্তি হয়নি। এবং যে মামলাগুলো আদালত অবধি পৌঁছয়নি সেই মামলার নিষ্পত্তি হবে এখানে। তার মধ্যে রয়েছে, ছোটখাটো অপরাধ, বকেয়া ঋণ আদায় সহ বিদ্যুত্ ও মোটর দুর্ঘটনাজনিত মৃত্যুতে ক্ষতিপূরন সংক্রান্ত এবং ব্যাংক, মোটর ভিকলস, টেলিফোন বিল সংক্রান্তের মতো বিষয়গুলো।
লিগাল সার্ভিস কমিটির সচিব অজয় মুখোপাধ্যায় জানান, ‘এবছর ইমেইলের মাধ্যমে আবেদন গ্রহণ করা হচ্ছে। ইমেইল করার ঠিকানা : calcuttahighcourt.lsc@gmail.com ।
এতদিন পথ দুঘর্টনায় ক্ষতিপূরণ আদায়ের মামলাগুলি বিচারের অভাবে পড়ে থাকত বছরের পর বছর ধরে। বঞ্চিত হতেন মৃতের পরিবাররা। মামলার নিষ্পত্তির জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। আগামী ২৭ জুলাই পর্যন্ত এই আবেদন গ্রহণ করা হবে বলেও তিনি।

