শিরোনাম
শনি. জানু ৩, ২০২৬

ডিজিটাল নিরাপত্তা আইনে ৬মাসে ১১৩ মামলা গ্রেফতার ১১৪ – আর্টিকেল নাইনটিন

ডিজিটাল নিরাপত্তা আইন গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি হুমকি । গত ৬মাসে এই আইনে ১১৩ মামলায় ১১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

আর্টিকেল নাইনটিন আগামী ২৬ জুলাই, ২০২০ সন্ধ্যা ৮টায় “ডিজিটাল নিরাপত্তা আইন গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি হুমকি” শীর্ষক অনুষ্ঠিতব্য ওয়েবিনারে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কেবল মত প্রকাশের জের ধরে দেশজুড়ে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যাপকহারে মামলা দায়ের ও গ্রেপ্তারের ঘটনা ঘটছে। চলতি বছরের প্রথম ছয় মাসেই (জানুয়ারি থেকে জুন ২০২০) স্বাধীন মতপ্রকাশের কারণে ডিজিটাল নিরাপত্তা আইনে ১১৩টি মামলার ঘটনা রেকর্ড করে আর্টিকেল নাইনটিন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, লেখক, সাংবাদিক ও কার্টুনিস্ট সহ বিভিন্ন শ্রেণি-পেশার ২০৮ জন এসব মামলায় অভিযুক্ত হয়েছেন। যাদের মধ্যে ৫৩ জনই সাংবাদিক।

অভিযুক্তদের মধ্যে ১১৪ জনকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়েছে। যাদের বেশিরভাগই এখনো জামিনের প্রতীক্ষায় আছেন।

সম্প্রতি করোনার সংক্রমণ ঠেকাতে কারাবন্দীদের জামিনে মুক্তি দেয়া হচ্ছে। ভার্চুয়াল আদালতে বিভিন্ন মামলায় অভিযুক্তরা জামিন পাচ্ছেন। কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিযুক্তরা খুন, ধর্ষণ, সন্ত্রাস, জঙ্গিবাদ বা রাষ্ট্রদ্রোহিতার মতো ভয়ঙ্কর কোন মামলার আসামি না হলেও তাদের জামিন প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।

আর্টিকেল নাইনটিন দীর্ঘ দিন ধরে আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে সাংঘর্ষিক বিধানগুলো বাতিল করে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনীর দাবি জানিয়ে আসছে। অনলাইনে স্বাধীন মতপ্রকাশকারীদের বিরুদ্ধে এ আইনটি আশঙ্কাজনক হারে ব্যবহার বেড়ে যাওয়া বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ বলে মনে করে আর্টিকেল নাইনটিন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *