চীনের চেংদুতে অবস্থিত মার্কিন কনস্যুলেট আজ সোমবার (২৭ জুলাই) আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বেইজিং-ওয়াশিংটন টানাপোড়েন চরমমাত্রায় পৌঁছে যাওয়ার পরিপ্রেক্ষিতে সকালে কনস্যুলেটটি ছেড়ে যান সর্বশেষ মার্কিন কর্মকর্তা।
চীনা রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশন সিসিটিভি জানিয়েছেন, আজ খুব ভোরে কনস্যুলেট ভবনে যুক্তরাষ্ট্রের পতাকা নামিয়ে ফেলা হয়। কনস্যুলেটটি বন্ধের প্রস্তুতিকালে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ভবনের চারদিক ঘিরে রেখেছিল।
চীনে যুক্তরাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ কনস্যুলেটটি গত শুক্রবার বন্ধের নির্দেশ দেয় বেইজিং। এর আগে টেক্সাসের হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধ করার মার্কিন নির্দেশের পাল্টা পদক্ষেপ হিসেবেই এই সিদ্ধান্ত নেয় চীন।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মেধাসম্পদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। বহু চীনা কর্মকর্তা দেশটির সেনাবাহিনীর সঙ্গে তাদের সংশ্লিষ্টতা গোপন করে যুক্তরাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে গবেষক, শিক্ষকসহ নানা পদে পেশায় কাজ করছেন।
হিউস্টন কনস্যুলেট বন্ধের নির্দেশ দেয়ার পরপরই বেইজিং চেংদুতে মার্কিন কনস্যুলেট বন্ধের জন্য ৭২ ঘণ্টার আলটিমেটাম দেয়।
গতকাল রবিবারও চেংদুতে মার্কিন কনস্যুলেটের সামনে শত শত মানুষ জড়ো হয় এবং হাতে চীনা পতাকা নাড়িয়ে সেলফি তোলে। শনিবার যুক্তরাষ্ট্র সরকারের মনোগ্রাম নামিয়ে ফেলা হয়। রোববার থেকে কনস্যুলেট বন্ধের প্রক্রিয়া শুরু হয়। ট্রাক ভর্তি মালামাল বের করা হয়। খবর সিএনএন।

