শিরোনাম
শনি. জানু ৩১, ২০২৬

ঝাড়গ্রামে পুলিশ ও বন বিভাগের যৌথ উদ্যোগে বনসৃজন

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: এবার পুলিশ ও বন দপ্তরের যৌথ উদ্যোগে বনসৃজন কর্মসূচি হল ঝাড়গ্রাম জেলায়। সোমবার ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া রেঞ্জের অন্তর্গত লোধাশুলি পঞ্চায়েতের রাধাশ্যামপুর মৌজায় এক হেক্টর বনভূমিতে ১৬০০ গাছের চারা রোপণ করা হল। ওই কর্মসূচির যৌথ উদ্যোগে রয়েছে ঝাড়গ্রাম জেলা পুলিশ ও ঝাড়গ্রাম বন বিভাগ।

এদিন গাছের চারা রোপণ করে সবুজায়ন কর্মসূচির সূচনা করেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অমিতকুমার ভরত রাঠোর ও ঝাড়গ্রামের বিভাগীয় বনাধিকারিক বাসবরাজ এস হলাইচ্চি। ছিলেন এসডিপিও

(ঝাড়গ্রাম) অনিন্দ্যসুন্দর ভট্টাচার্য, ঝাড়গ্রাম থানার আইসি পলাশ চট্টোপাধ্যায়, মানিকপাড়া পুলিশ বিট হাউসের আইসি অঞ্জনকুমার মাইতি সহ পুলিশ ও বন বিভাগের কর্মীরা। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, এদিন ওই বনভূমিতে শাল, করম, করঞ্জ, জাম, নিম, বহেড়া সহ নানা ধরনের ১৬০০ গাছের চারা রোপণ করা হয়।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *