শিরোনাম
শুক্র. জানু ৩০, ২০২৬

লাদাখ ইস্যুতে চীনকে বার্তা, ভারতের পাশে দাঁড়াল মার্কিন কংগ্রেস

লাদাখ নিয়ে সংঘাতের ইস্যুতে এবার ভারতের পাশে দাঁড়ালেন মার্কিন কংগ্রেসের সদস্যরা। মার্কিন কংগ্রেসের দুই কক্ষ, হাউস অব রিপ্রেজেনটেটিভ ও সিনেটের সদস্যরা এই সংঘাতের জন্য বেইজিংকেই দায়ী করেছেন। এবং দলমত নির্বিশেষে প্রত্যেকে চীনের বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থানেরও প্রশংসা করেছেন।

গালওয়ানে সংঘাত ও প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর চীনের অভিসন্ধি নিয়ে মার্কিন কংগ্রেসের বিভিন্ন সদস্য গত কয়েক সপ্তাহ ধরে বার বার সরব হয়েছেন। তাদের প্রত্যেককেই ভারতের হয়েই সওয়াল করেছেন। ভারতের সীমান্তে চীনের নাক গলানোকে কটাক্ষ করেছেন অনেকেই।

অনেকেই এই ইস্যুতে ভারতের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধুকে চিঠি লিখে চীনের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন। বর্ষীয়ান ডেমোক্র্যাট নেতা এবং হাউসের সদস্য ফ্র্যাঙ্ক পালোন ভারত-মার্কিন সু-সম্পর্কের কথা বলে জানিয়েছেন, “চীনের এই সেনা আগ্রাসন অবিলম্বে বন্ধ করতে হবে। আলোচনার মাধ্যমে এই সংঘাতের সমাধান করতে হবে।”

কয়েক সপ্তাহ আগে রিপাবলিকান সিনেটর রিক স্কট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে নয়াদিল্লির অবস্থানের সমর্থন করেছেন। গত তিন মাস ধরে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত-চীনের মধ্যে টানাপোড়েন চলছে। ক্রমাগত সেনা, যুদ্ধের অত্যাধুনিক সরঞ্জাম মজুত করছিল লালফৌজ। আলোচনা করেও সমস্যা মেটানো যায়নি। বরং দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা নিহত হন। চীনেরও ক্ষয়-ক্ষতি হয়। এরপর থেকেই উত্তেজনা প্রশমন দু’দেশের মধ্যে বিভিন্ন স্তরে আলোচনা চলছে।বিডি প্রতিদিন

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *