জয়নুল আবেদীন: গ্লোবাল এইড ট্রাস্টের অর্থায়নে প্রতিষ্ঠানের সিইও জনাব ড. আশরাফ মাহমুদের ব্যবস্থাপনায় শেরপুর জেলার বিশিষ্ট ব্যবসায়ী জনাব আবদুল আউয়াল লিচু, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি জনাব এডভোকেট তৌহিদুর রহমান তৌহিদ ও জেলার একমাত্র দৈনিক পত্রিকা ‘দৈনিক তথ্যধারা’ সম্পাদক ও প্রকাশক জনাব জাহাঙ্গীর আলম খান এটমের তত্বাবধানে করোনা স্বাস্থ্যবিধি মেনে শেরপুর জেলার বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দিনব্যাপি শেরপুর সদর উপজেলার কামারের চর, চরবাবনা, মুন্সির চর, গোয়াল পাড়া, পয়াস্তীর চর ও ৬ নং চরের বানভাসী পানিবন্দী ৪৫০ পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ৫ কেজি চাল, ২ কেজি চিড়া, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১ লিটার সয়াবিন তেল, ১`টি আখের গুড় ও ১টি সাবান।

শেরপুর জেলার বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের সময় গ্লোবাল এইড ট্রাস্টের শেরপুর জেলা ও থানা প্রতিনিধি বিশিষ্ট ব্যবসায়ী আবদুল আউয়াল, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট তৌহিদুর রহমান, দৈনিক তথ্যধারার সম্পাদক ও প্রকাশক জাহাঙ্গীর আলম খান ছাড়াও বাংলাদেশ জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আবদুর রশীদ বিএসসি, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামসুন্নাহার কামাল, জেলা পরিষদ সদস্য ও জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক এডভোকেট ফারহানা পারভীন মুন্নি, উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি মো: মুহসীন আলী আকন্দ, চরমোচারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এমদাদুল হক মাঠু, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সভাপতি আসাদুজ্জামান মোরাদ, সাধারণ সম্পাদক জিএইচ হান্নান, আমাদের আইন শেরপুর জেলার চেয়ারম্যান নুর-ই-আলম চঞ্চল, বন্ধন সমবায় সমিতির সভাপতি ও এসপিআর টাইলসের ম্যানেজিং ডিরেক্টর সায়েদুর রহমান, এসপিআর টাইলসের ডিরেক্টর কাইয়ুম খান, জেলা প্রশাসনের প্রতিনিধি, মানবাধিকার কর্মী, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং গ্লোবাল এইড ট্রাস্টের স্থানীয় স্বেচ্ছাসেবী ভলান্টিয়ারগণ উপস্থিত ছিলেন।
ত্রাণসামগ্রী পেয়ে শেরপুরের বন্যার্ত পানিবন্দী মানুষ অনেক খুশি হন এবং যুক্তরাজ্য ‘গ্লোবাল এইড টাস্ট্র’ এর কাছে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন। যুক্তরাজ্য থেকে গ্লোবাল এইড ট্রাস্টের সিইও ড. আশরাফ মাহমুদ প্রতি বছরের ন্যায় ভবিষ্যতেও তাদের বিভিন্ন জনকল্যাণমূলক কাজ অব্যহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


