শিরোনাম
শনি. জানু ৩১, ২০২৬

কলকাতায় মোট সংক্রমিত ছাড়াল ২৫০০০, এখন প্রতি ঘণ্টায় ১ জনের মৃত্যু!

ডিজিটাল ডেস্ক: কলকাতায় কিছুতেই করোনা সংক্রমণে রাশ টানা সম্ভব হচ্ছে না। আক্রান্তের রেখচিত্র ঊর্ধ্বমুখী। একইসঙ্গে উদ্বেগজনক ভাবে বেড়ে চলেছে মৃত্যুর ঘটনাও। শুধু তাই নয়, রাজ্যের মধ্যে এখনও পর্যন্ত কলকাতাতেই সর্বাধিক কোভিড আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যাও রাজ্যের জেলাগুলির মধ্যে কলকাতায় সর্বাধিক।

বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮১৬ জন। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ছাড়িয়ে গিয়েছে। সংখ্যাটা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৮০০ জন। আর একদিনে আরও ৬১ জনের মৃত্যুর ফলে মোট সংখ্যাটা বেড়ে হয়েছে ১ হাজার ৮৪৬ জন।

নবান্ন থেকে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, গতকাল পর্যন্ত শহরে গত ২৪ ঘণ্টায় শহরে আক্রান্ত হয়েছেন আরও ৬৬৫ জন। ফলে মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ২০২ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৭ হাজার ৫৬১ জন। আর চিকিৎসা চলছে ৬ হাজার ৭৮১ জনের। আর গত ২৪ ঘণ্টায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ২৫ জন করোনা আক্রান্ত ব্যক্তি। এখনও পর্যন্ত ৮৬০ জন করোনার বলি হলেন।

আক্রান্ত এবং মৃতের সংখ্যা কলকাতার পরে সবথেকে বেশি উত্তর ২৪ পরগনা জেলায়। জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৮ হাজার ১৪০ জন। এর মধ্যে করোনাজয়ীর সংখ্যা ১২ হাজার ২৮৭ জন। চিকিৎসা চলছে ৫ হাজার ৪৩৭ জনের। আর এই মারণ ভাইরাসের বলি হয়েছেন ৪১৬ জন।

রাজ্যের মধ্যে তৃতীয় স্থানে হাওড়া। এই জেলায় এখনও পর্যন্ত ৮ হাজার ৯২৫ জনের শরীরে এই মারণ ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা গিয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬ হাজার ৬২৩ জন। চিকিৎসা চলছে ২ হাজার ৭২ জনের। হাওড়ায় এখনও পর্যন্ত ২৩০ জন করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়েছে।

রাজ্যের অন্যান্য জেলার ছবি এক ঝলকে দেখে নেওয়া যাক:

বাংলার করোনা-ছবি

দেশে মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা ১৯ লক্ষের গণ্ডি পার করে গিয়েছে।বুধবার সকালে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দেশে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্য়া হয়েছে ১৯,০৮,২৫৪। এখনও চিকিত্‍‌সাধীন রয়েছেন ৫,৮৬,২৪০ জন। সুস্থ হয়ে উঠেছেন ১২,৮২,২১৫ জন। এখনও পর্যন্ত দেশে সুস্থতার হার ৬৭.১৯%। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৯,৭৯৫। মৃতের হার ২.০৯ শতাংশ।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *