শিরোনাম
শনি. জানু ৩১, ২০২৬

বৈরুত বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৭, ক্ষতির পরিমাণ ১৫ বিলিয়ন ডলার

তিন দিনের রাষ্ট্রীয় শোক শুরু হওয়ার প্রথম দিন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বৈরুতে পৌঁছে বলেছেন সংস্কার না হলে লেবানন পুরোপুরি ডুবে যাবে। এও বলেছেন, লেবাননকে দেয়া অর্থসাহায্য যাতে দুর্নীতিবাজদের হাতে না পড়ে সেদিকে লক্ষ্য রাখা হবে। দেশটির সরকার বিস্ফোরণ নিয়ে তদন্ত শেষ করতে ৪ দিনের সময় বেঁধে দিয়েছে। আল-জাজিরা/বিবিসি/মিডিলইস্টআই

বুধবার ভোররাতে বৈরুতে বিস্ফোরণের পর উদ্ধারকর্মীরা বলছেন এখনো অনেকে নিখোঁজ রয়েছে। লবানন কর্তৃপক্ষ দুই সপ্তাহের জরুরি অবস্থা জারি করে নিরাপত্তার ভার সেনাবাহিনীর ওপর ন্যস্ত করেছে।

এদিকে লেবাননের ৪৪ হাজার নাগরিক ‘আভাজ’ নামে একটি ওয়েবসাইটে স্বাক্ষরযুক্ত এক আবেদনে দেশটিকে আগামী দশ বছরের জন্যে ফ্রান্সের তত্ত্বাবধানে নেয়ার আহবান জানিয়েছে। তারা বলছেন দুর্নীতি ও অব্যবস্থাপনার জন্যেই এধরনের বিস্ফোরণ ঘটেছে। সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। উল্লেখ ১৯২০ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত লেবাননের কর্তৃত্ব ছিল ফ্রান্সের হাতে।

লেবাননের গভর্নর মারওয়ান আবুদ বলেছেন বিস্ফোরণে ক্ষতির পরিমান দাঁড়িয়েছে ১৫ বিলিয়ন ডলার। কয়েক মাস ধরে লেবানন অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্যে রয়েছে। ইরাক ইতিমধ্যে লেবাননে জালানি তেল ও গম সরবরাহের ঘোষণা দিয়েছে।

লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে ফোনালাপের পর ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি দেশটির পররাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধানকে লেবাননের সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের নির্দেশ দিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *