শিরোনাম
শনি. জানু ৩, ২০২৬

সাবমেরিন কেবল কাটা পড়ায় বাংলাদেশে ইন্টারনেট সেবা ব্যাহত

সাবমেরিন কেবল কাটা পড়ায় দেশের ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে সাবমেরিন কেবল কম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।

রবিবার সকাল থেকেই ব্যবহারকারীরা ইন্টারনেটের ধীরগতির কারণে সমস্যায় পড়েছেন। সকাল থেকেই গতি অর্ধেকে নেমে গেছে বলে জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।

বিএসসিসিএল জানিয়েছে, কুয়াকাটার মাইটভাঙ্গা এলাকায় অবস্থিত সিমিউই-৫ সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় রাত ৯টার আগ পর্যন্ত এই গতি স্বাভাবিক হওয়ার সুযোগ নেই।

বিএসসিসিএল জেনারেল ম্যানেজার মির্জা কামাল আহমেদ বলেছেন, সকালের দিকে আলিপুরে ক্যাবল কাটা পড়েছে। ঘটনাস্থলে প্রকৌশলীরা পৌঁছেছেন। লাইন আপ করতে রাত ৯টা লেগে যেতে পারে। এখন শুধুমাত্র সিমিউই-৪ এর মাধ্যমে ইন্টারনেট সেবা সচল রাখা হয়েছে। স্যাটেলাইটের সক্ষমতা কম থাকায় পুরোপুরি ব্যাকআপ দেয়া সম্ভব হচ্ছে না।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *