শিরোনাম
রবি. জানু ৪, ২০২৬

ভারতে মুসলিমবিদ্বেষ ছড়ানো নিয়ে বিতর্কে জড়ালো ফেইসবুক

ভারতে ক্ষমতাসীন বিজেপির পক্ষে কাজ করেছে ফেইসবুক। সামাজিক যোগাযোগমাধ্যমটির বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে।

বিবিসি জানায়, এ নিয়ে ওয়াল স্ট্রিট জার্নালে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ পায়। এতে ফেসবুকের বর্তমান ও সাবেক কর্মীদের সঙ্গে কথা বলে মার্কিন সংবাদমাধ্যমটি।

প্রতিবেদনে বলা হয়, ওয়াল স্ট্রিট জার্নালের পক্ষ থেকে বিষয়টি নিয়ে ফেসবুকের কাছে ব্যাখ্যা চাওয়ার পরই তেলেঙ্গানা রাজ্যের বিজেপি এমপি টি রাজা সিংয়ের চরম মুসলিমবিদ্বেষী কিছু পোস্ট মুছে দেয়া হয়। তার আগে পোস্টগুলো দীর্ঘদিন থাকার পরও মোছা হয়নি।

ব্যবসায়িক ক্ষতির ভয়ে ভারতে ক্ষমতাসীন এমপি’র মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমুলক পোস্টের ব্যাপারে চুপ ছিল ফেসবুক? এমন প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমটির বিরুদ্ধে।

মার্চ মাসে ভারতের ফেসবুক কর্মীরা সিদ্ধান্ত নেয় রাজা সিংয়ের পোস্টগুলো বিপজ্জনক যা তাদের কোম্পানির ঘৃণা ছড়ানো সম্পর্কিত নীতিমালার লঙ্ঘন।

কিন্তু ভারতে ফেসবুকের পাবলিক পলিসি বিভাগের প্রধান আঁখি দাস ওই বিজেপি এমপি এবং আরো অন্তত তিনজন হিন্দু জাতীয়তাবাদী রাজনীতিকের ক্ষেত্রে কোম্পানির নীতি প্রয়োগের বিরোধিতা করেন।

আঁখি দাস ফেসবুক কর্মীদের বলেন নরেন্দ্র মোদির দলের লোকজনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে ভারতে কোম্পানিটির ব্যবসা বিপদে পড়তে পারে।

ভারত ফেসবুকের সবচেয়ে বড় বাজার। ৩৪ কোটি ভারতীয় ফেসবুক ব্যবহার করেন। সম্প্রতি ভারতে কম মূল্যের মোবাইল ইন্টারনেট সরবরাহের জন্য ফেসবুক ৫৭০ কোটি ডলার বিনিয়োগ করেছে।

ওই প্রতিবেদন প্রকাশের সঙ্গে সঙ্গে ভারতে বিরোধীরা ফেসবুকের ভূমিকা নিয়ে তদন্তের দাবি তুলেছে।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন বিজেপি এবং তাদের অভিভাবক সংগঠন আরএসএস ভারতের ফেসবুক নিয়ন্ত্রণ করছে।

তবে এক বিবৃতিতে ফেসবুক তাদের বিরুদ্ধে এসব অভিযোগ অস্বীকার করেছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *