জামালপুরের ইসলামপুর উপজেলার ২টি ইউনিয়নের ৫১০ ভানবাসি পরিবারে মাঝে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি আলু,২ কেজি মুড়ি, ৫টি খাবার স্যালাইনসহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করেছে ময়মনসিংহের ত্রিশালের সেচ্ছাসেবী সংগঠন ‘হাত বাড়াও’।
বন্যার্তদের পাশে দাঁড়াতে ‘হাত বাড়াও’ ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলার জনগণের কাছ থেকে র্অথ সংগ্রহ করে। ত্রিশাল পৌর মেয়র সংগঠনটিকে বন্যার্তদের পাশে দাড়ানোর জন্য ২০০ কেজি ডাল দেয়।
‘হাত বাড়াও’ সংগঠনটি ২০১৭ থেকে বন্যার্তদের জন্য কাজ করে যাচ্ছে। এ বিষয়ে সংগঠনের সভাপতি মারুফ হোসেন বলেন, এটা আমাদের তৃতীয় আয়োজন। ২০১৭ সালে আমাদের সংগঠনটি যাত্রা শুরু করে। এরপর থেকে নানাভাবে আসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগীতা করেছি। ভবিষ্যতেও আমরা মানুষের জন্য কাজ করে যাবো।
সাধারণ সম্পাদক রেজওয়ান আহমেদ চৌধুরী রাজিন বলেন, ইনশাআল্লাহ আমাদের কার্যক্রাম সবসময় চলমান থাকবে।


