শিরোনাম
শনি. জানু ৩১, ২০২৬

২৪ ঘণ্টায় করোনা-মুক্ত ৪২৭, সুস্থ হচ্ছে কলকাতা

কলকাতা: শহরে ফের কমল মৃত ও আক্রান্তের সংখ্যা। বাড়ল সুস্থ হয়ে ওঠার হার। পাশাপাশি কমেছে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাও।

শুক্রবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী,শুধু কলকাতাতেই একদিনে আক্রান্তের থেকে বেশি সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৪২৭ জন। কিন্তু সুস্থ হয়ে উঠেছেন ৫৯৩ জন।

এই পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ৮১৫ জন। আর সুস্থ হয়ে উঠেছেন মোট ৩২ হাজার ৪৩২ জন।

শহরে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১১ জনের। বৃহস্পতিবার ছিল ১৬ জন। বুধবার ছিল ১৯ জন। তবে শুধু কলকাতাতেই এই পর্যন্ত মৃত্যু হয়েছে ১,২৪৯ জন।

পাশাপাশি একদিনে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা ফের কমেছে। গত ২৪ ঘন্টায় ১৭৭ জন কমে মোট সংখ্যাটা হয়েছে ৫,১৩৪ জন। বৃহস্পতিবার ছিল ৫,৩১১ জন। বুধবার ছিল ৫,৫২৬ জন। অর্থাত্‍ কলকাতায় প্রতিদিনই কমছে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা।

এদিনের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, বাংলায় একদিনে আক্রান্ত ২,৯৮২ জন। মোট আক্রান্ত ১ লাখ ৫৩ হাজার ৭৫৪ জন।

গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৫৬ জনের। বৃহস্পতিবার ছিল ৫৩ জন। এই পর্যন্ত মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গিয়েছে। তথ্য অনুযায়ী, মোট মৃতের সংখ্যা ৩,০৭৩ জন।

যে ৫৬ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কলকাতার ১১ জন। উত্তর ২৪ পরগনার ১৪ জন। দক্ষিণ ২৪ পরগনার ৩ জন। হাওড়া ৪ জন। হুগলি ২ জন। পশ্চিম বর্ধমান ১ জন। পূর্ব মেদিনীপুর ৩ জন। পশ্চিম মেদিনীপুর ১ জন। বাকুড়া ৩ জন। বীরভূম ২ জন। নদিয়া ২ জন। মুর্শিদাবাদ ২ জন। মালদা ২ জন। দক্ষিণ দিনাজপুর ১ জন। জলপাইগুড়ি ২ জন। দার্জিলিং ৩ জন।

যদিও একদিনে ফের কমেছে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় ৩৬০ জন কমে এই মুহূর্তে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা হল ২৬ হাজার ৩৪৯ জন। বৃহস্পতিবার ছিল ২৬ হাজার ৭০৯ জন।

একদিনেই ৪২ হাজার ১২১ টি টেস্ট হয়েছে। বৃহস্পতিবার ছিল ৪২ হাজার ৪৭৪ টি টেস্ট। এটাই ছিল একদিনে রাজ্যে সর্বোচ্চ টেস্ট। এই পর্যন্ত টেস্টের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ লক্ষ ৫৮ হাজার ৭২৮ টি। প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে হল ১৯,৫৪১ জন।

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৩,২৮৬ জন। বৃহস্পতিবার ছিল ৩,১৮৯ জন। তবে এই পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ২৪ হাজার ৩৩২ জন। বৃহস্পতিবার ছিল ১ লক্ষ ২১ হাজার ০৪৬ জন। সুস্থ হয়ে ওঠার হার বেড়ে হল ৮০.৮৬ শতাংশ। বৃহস্পতিবার ছিল ৮০.২৮ শতাংশ। অর্থাত্‍ প্রতিদিনই বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *