শিরোনাম
শুক্র. জানু ৩০, ২০২৬

কোড অব কন্ডাক্ট ভেঙে শাস্তি পেলেন আসিফ আলী

ব্যাট নিয়ে কিমো পলের দিকে তেড়ে গিয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটার আসিফ আলী। ভাবা হচ্ছিল, নিষেধাজ্ঞার মত শাস্তিও হয়ত জুটতে পারে তার। তবে গুরুতর অপরাধ করে আলোচনার জন্ম দিলেও ছোট সাজায় পার পেয়ে গেছেন এই ক্রিকেটার।

২৮ বছর বয়সী এই ব্যাটসম্যান চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) অষ্টম আসরে খেলছেন জ্যামাইকা তালাওয়াসের হয়ে। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে মঙ্গলবারের (২৫ আগস্ট) ম্যাচে গায়ানার বোলার কিমো পলের দিকে আগ্রাসী ভাব নিয়ে ছুটে যান তিনি, তেড়ে যাওয়ার সময় উঁচিয়ে ধরেছিলেন ব্যাটও।

ম্যাচের অষ্টম ওভারে আসিফ আউট হয়ে যান, দলীয় ৪৯ রানে। ১০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের নায়ক হওয়ারও সুযোগ ছিল। তবে আউট হওয়ার পর পল আসিফের দিতে আক্রমণাত্মক দৃষ্টি প্রদর্শন করেন। আক্রমণাত্মকভাবে তেড়ে আসেন আসিফও। তবে তিনি ভুল করে ফেলেন পলের দিকে ব্যাট তুলে। ফলে শৃঙ্খলা ভঙ্গের আঙুল উঠে তার বিরুদ্ধে।

স্বভাবতই আসিফের এমন আচরণ শৃঙ্খলা ভঙ্গের শামিল। অখেলোয়াড়সুলভ কাণ্ডে আসিফ বড় শাস্তিই পাবেন বলে অনুমান করা হচ্ছিল। তবে তাকে ম্যাচ ফি’র মাত্র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। কোড অব কন্ডাক্টের ১৮ নম্বর ধারা ভঙ্গের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

অপ্রত্যাশিতভাবে পলের বলে আউট হয়ে যাওয়ার পর আসিফ তো আগ্রাসী ছিলেনই, আগ্রাসী ছিলেন পল নিজেও। তবে পল এ যাত্রায় কোনো শাস্তি পাননি। আসিফের দোষ গুরুতর ও অধিক দৃৃষ্টিকট বলেই হয়ত খুব বেশি আলোচনা হয়নি পলের আগ্রাসী আচরণ নিয়ে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *