সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের হাতে গত চার বছরের চলমান গৃহযুদ্ধে অন্তত ১৩ হাজার ২৭৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন দ্য সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস (এসএনএইচআর) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিলের কাছে ২০১৬ সালের আগস্ট থেকে ২০২০ সালের আগস্ট—এ চার বছরের মধ্যে বাশার সরকারের মানবাধিকার লঙ্ঘনের উপাত্ত শুক্রবার উপস্থাপন করেছে এসএনএইচআর।
মানবাধিকার সংগঠনটি বলছে, বাশার সরকার বিভিন্ন ধরনের নিপীড়ন চালাচ্ছে। যার মধ্যে রয়েছে নির্যাতন, হত্যা, গ্রেফতার এবং মত প্রকাশের স্বাধীনতা চেপে ধরা। বাশার সরকারের হাতে নিহতদের মধ্যে রয়েছে অন্তত ২ হাজার ৭৭৩ জন শিশু এবং ১ হাজার ৪৪৫ জন নারী।
প্রতিবেদনে আরো বলা হয়, বাশার সরকার অন্তত ৫২ বার রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। বিরোধী নিয়ন্ত্রিত এলাকায় অবরোধ আরোপের কারণে ১০৯ জন অপুষ্টিতে মারা গিয়েছে।
সিরিয়ায় চলমান মানবাধিকার লঙ্ঘন নিয়ে ২০০৪ সালের পর থেকেই জাতিসংঘের কাছে উপাত্ত পেশ করেনি বাশার সরকার। খবর তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

